বেলাগাম সংক্রমণে কাঁপছে দেশ

Must read

প্রতিবেদন : দেশে প্রতিদিনই করোনা (COVID 19) আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। রবিবারের তুলনায় সংক্রমণের হার বেড়েছে ১২.৬ শতাংশ। বিশেষ করে দেশের পাঁচটি রাজ্যে সংক্রমণ লাগামছাড়াভাবে বাড়ছে। যা রীতিমতো উদ্বেগে ফেলেছে কেন্দ্রীয় সরকারকে। এই পাঁচ রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪৪ হাজারেরও বেশি। এছাড়াও আর যে সব রাজ্যে সংক্রমণের ঊর্ধ্বগতি বজায় রয়েছে সেগুলি হল দিল্লি, তামিলনাড়ু, কর্নাটক ও পশ্চিমবঙ্গ। পাশাপাশি বেড়ে চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। সোমবার সকাল পর্যন্ত গোটা দেশে ওমিক্রন আক্রান্ত হয়েছেন প্রায় ৪০৩৫ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা (COVID 19) আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭২৩ জন। রবিবারের তুলনায় সোমবার ১২.৬ শতাংশ বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। পজিটিভিটির হার বেড়ে দাঁড়িয়েছে ১৩.২৯ শতাংশ। স্বাভাবিকভাবেই বেড়েছে করোনা অ্যাকটিভ কেস। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৪৬ জন।

আরও পড়ুন: গোয়ায় ভোটের মুখে ক্ষোভ উগরে বিজেপি ছাড়লেন মন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দিল্লির তিন সংশোধনাগারের ৪৫ জন বন্দি করোনা আক্রান্ত হয়েছেন, যা খুবই উদ্বেগের। সংক্রমণ ঠেকাতে বেশিরভাগ রাজ্যে নাইট কারফিউ চলছে। পাশাপাশি মানুষকে সব ধরনের করোনা বিধি মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।

এরই মধ্যে সোমবার দেশে করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু হল। প্রথমদিকে মূলত করোনা-যোদ্ধা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং যাঁরা দীর্ঘদিন ধরে কোনও অসুস্থতায় ভুগছেন, ষাটোর্ধ্ব সেই সব মানুষকে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রোগ-প্রতিরোধ ক্ষমতা আরও বাড়বে বলে স্বাস্থ্যবিশেষজ্ঞরা জানিয়েছেন। পাশাপাশি ১৫ থেকে ১৮ বছর বয়সিদেরও টিকাকরণ চলছে দ্রুত হারে।

Latest article