সংবাদদাতা, হাওড়া : সালকিয়ার হরগঞ্জ বাজারে ক্রেতা ও বিক্রেতাদের কোভিড-বিধি মানাতে এবার পথে নামলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরি। মঙ্গলবার পুলিশকে সঙ্গে নিয়ে হরগঞ্জ বাজারে আসা মানুষদের কোভিড সচেতনতার বার্তা দিয়ে প্রত্যেককে ডবল-মাস্ক পরতে বললেন বিধায়ক। যাঁরা মাস্ক না পরে বেড়িয়েছেন তাঁদের জরিমানা ও প্রয়োজনে গ্রেফতার করা হবে বলেও জানিয়ে দেন তিনি।
আরও পড়ুন-অবিলম্বে দ্বিতীয় টিকার নির্দেশ
সেইসঙ্গে হরগঞ্জ বাজারের ক্রেতা ও বিক্রেতাদের দু’টি করে মাস্ক পরাও বাধ্যতামূলক করার কথাও বলেন গৌতম চৌধুরি। তাঁর উপস্থিতিতেই পুলিশও মাস্কবিহীন কয়েকজনকে জরিমানা ও একজনকে গ্রেফতার। মানুষকে কোভিড সচেতনতার বার্তা দিতে বিধায়কের এই সক্রিয় উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও। এদিন মাইকেও প্রচার করা হয়। পুলিশের তরফ থেকে পথচলতি মানুষের আবেদন করা হয় সামাজিক দূরত্ববিধি মেনে চলার। বিশেষ করে বয়স্কদের নিভৃতবাসে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।