আজ স্বামী বিবেকানন্দের (Swami Vivekannada) ১৬০তম জন্মদিবস। স্বামী বিবেকানন্দের জন্মদিবস এবং স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষ্যে রামকৃষ্ণ মিশন ও কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক অনেক ধরণের অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। বুধবার বেলুড় মঠ সহ রামকৃষ্ণ মিশনের সব কেন্দ্র সাজানো হবে বলে কথা। জানা গিয়েছে তাদের কিছু কর্মসূচি চলবে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত।
আরও পড়ুন-স্বামী বিবেকানন্দের জন্মদিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনম্র শ্রদ্ধার্ঘ্য
দিনটিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন জায়গায় স্বামী এর জন্মদিন পালিত করা হবে তবে করোনা বিধি মাথায় রেখেই। এই দিনটিকে ভারতের যুব দিবস হিসাবেও গণ্য করা হয়।
আজকের এই বিশেষ দিনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে বিনম্র শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেছেন।
নিজের টুইটার হ্যান্ডেলের অভিষেক লেখেন,
“বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে স্বামী বিবেকানন্দজির জন্মবার্ষিকীতে, নতুন শক্তিতে ডায়মন্ড হারবার পিসি অভিনব উদ্যোগ নিয়েছে। #COVID19-এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আজ ৩০ হাজার কোভিড পরীক্ষা করা হবে!
On Swami Vivekananda ji’s birth anniversary, with renewed energy, Diamond Harbour PC aims to fight #COVID19 by implementing unique initiatives & strict measures.
30,000 COVID tests to be done today!
We promise to keep working towards your welfare.#DiamondHarbourPCTests30K
— Abhishek Banerjee (@abhishekaitc) January 12, 2022
কোভিড সংক্রমণ রুখতে ডায়মন্ড হারবারকে (Diamond Harbour) মডেল হিসেবে তুলে ধরছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তাঁর লক্ষ্য স্বামী বিবেকানন্দর জন্মদিনে ৩০ হাজার টেস্ট (Test)। স্বামীজি বলেছিলেন, “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর”। তাঁর দেখানো পথেই ডায়মন্ড হারবারে কোভিড টেস্টের এই লক্ষ্যমাত্রা নিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। এই মুহূর্তে মানুষের স্বাস্থ্য রক্ষাই প্রধান কাজ বলে মনে করেন অভিষেক। কোভিড নিয়ন্ত্রণে ডায়মন্ড হারবার এখন মডেল। এবার স্বামীজির জন্মদিবসে তাঁকে অন্যভাবে স্মরণ করছে ডায়মন্ড হারবার।