স্বামী বিবেকানন্দের জন্মদিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনম্র শ্রদ্ধার্ঘ্য

স্বামী বিবেকানন্দের জন্মদিবস এবং স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষ্যে রামকৃষ্ণ মিশন ও কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক অনেক ধরণের অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।

Must read

আজ স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ১৬০তম জন্মদিবস। স্বামী বিবেকানন্দের জন্মদিবস এবং স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষ্যে রামকৃষ্ণ মিশন ও কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক অনেক ধরণের অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। বুধবার বেলুড় মঠ সহ রামকৃষ্ণ মিশনের সব কেন্দ্র সাজানো হবে বলে কথা। জানা গিয়েছে তাদের কিছু কর্মসূচি চলবে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত।

আরও পড়ুন-IPL 2022: ভিভোর বদলে এবার টাইটেল স্পনসর টাটা আইপিএল ২০২২

দিনটিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন জায়গায় স্বামী এর জন্মদিন পালিত করা হবে তবে করোনা বিধি মাথায় রেখেই। এই দিনটিকে ভারতের যুব দিবস হিসাবেও গণ্য করা হয়।

আজকের এই বিশেষ দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে বিনম্র শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন।

Latest article