IPL 2022: ভিভোর বদলে এবার টাইটেল স্পনসর টাটা আইপিএল ২০২২

চিনা মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা ভিভোর বদলে আইপিএলে নতুন টাইটেল স্পনসর হচ্ছে টাটা।

Must read

মুম্বই, ১১ জানুয়ারি : চিনা মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা ভিভোর বদলে আইপিএলে নতুন টাইটেল স্পনসর হচ্ছে টাটা। মঙ্গলবার বিসিসিআই-এর আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এ বিষয়ে জানিয়েছেন, ‘‘টাটা গ্রুপ আইপিএলের টাইটেল স্পনসর হচ্ছে। এই বছর থেকেই তারা লিগের প্রধান স্পনসর।”

আরও পড়ুন-কিরীটেশ্বরী:‌ হবে পুজো, বন্ধ মেলা

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ভারতীয় বোর্ডের সঙ্গে চিনা সংস্থা ভিভোর চুক্তির অঙ্ক ছিল ২,২০০ কোটি টাকা। কিন্তু ২০২০ সালে গালওয়ানে ভারত-চিন সেনা সংঘর্ষের পর এক বছরের জন্য আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে রাখা হয়নি ভিভোকে। যদিও ২০২১-এ গত আইপিএলে ফের ফ্র্যাঞ্চাইজি লিগের টাইটেল স্পনসর হিসেবে দেখা যায় চিনা সংস্থাকে। তাদের সঙ্গে চুক্তি বাড়িয়ে ২০২৩ সাল পর্যন্ত করা হয়। কিন্তু তার আগেই বিদায় নিচ্ছে ভিভো।

আরও পড়ুন-মেজাজ হারিয়ে সাংবাদিকের মাস্ক খুলে নিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী!

এবার থেকেই হচ্ছে ‘টাটা আইপিএল’। আপাতত দু’বছরের চুক্তি। ২০২৩ পর্যন্ত টাইটেল স্পনসর থাকছে টাটা গ্রুপ। তবে নতুন স্পনসরের সঙ্গে চুক্তির অঙ্ক জানানো হয়নি। আইপিএল চেয়ারম্যান আরও জানিয়েছেন, ‘‘নতুন ফ্র্যাঞ্চাইজি আমেদাবাদের অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা কেটে গিয়েছে। আজই লেটার অফ ইনটেন্ট দেওয়া হবে।” এদিন টাইটেল স্পনসর, আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি ও নিলামের দিনক্ষণ নিয়েও কাউন্সিল বৈঠকে আলোচনা হয়। ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতেই হবে মেগা নিলাম। তবে লখনউ ও আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি নিলামের আগে তিনজন নতুন ক্রিকেটার সই করানোর জন্য কতদিন সময় পাবে, সে বিষয়ে আইপিএল চেয়ারম্যান কিছু জানাননি।

Latest article