ময়নাগুড়ির রেল দূর্ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ময়নাগুড়ির রেল দূর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

ময়নাগুড়ির রেল দূর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেছেন, বিকানের- গৌহাটি এক্সপ্রেস ময়নাগুড়িতে দূর্ঘটনার কবলে পড়েছে। জেলাশাসক, পুলিশ সুপার ও আইজি উত্তরবঙ্গকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অন্যান্য সরকারি অফিসারদেরও সেখানে গিয়ে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়তে বলা হয়েছে। আহতদের যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করছে জেলা প্রশাসন।

আরও পড়ুন-গোয়ায় তৃণমূল কংগ্রেসে যোগদান ও কর্মীসভা

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি কোভিড বৈঠক করার সময়ই রেল দূর্ঘটনার খবর পান। সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনকে ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দেন মুখ্য মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীও বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রীর কাছে দূর্ঘটনার খোঁজ নেন।

 

আরও পড়ুন-উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহু হতাহতের আশঙ্কা

এখনও পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। ২৪ জনকে জলপাইগুড়ি জেলা হাসপাতাল ও ১৬ জনকে ময়নাগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই গুরুতর আহত হয়েছেন। দূরৃঘটনাস্থলে জেলা স্বাস্থ্য দফতরের মেডিক্যাল টিম পৌঁছেছে। আহতদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক সেই ১৫ জনকে চিকিৎসার জন্য শিলিগুড়িতে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

 

Latest article