সোমনাথ বিশ্বাস : মহামারী পরিস্থিতিতে নির্বাচনী প্রচার একাধিক বিধিনিষেধ জারি করেছে কমিশন। জমায়েত ও ভিড় এড়াতে ভার্চুয়াল মাধ্যমে জোর দেওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। বিধি মেনে তাই বেশিরভাগ প্রার্থীই চার পাঁচজন কর্মী নিয়ে ডোর টু ডোর প্রচার সারছেন। কিন্তু সেখানেও সব সময় ভিড় এড়ানো সম্ভব হচ্ছে না। এই অবস্থায় প্রচারে অভিনব পন্থা অবলম্বন করে চমক দিয়েছেন চন্দননগর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহিত নন্দী।
আরও পড়ুন-প্রতারণার ফাঁদ
প্রযুক্তিকে হাতিয়ার করেই বাজিমাত করতে চলেছেন তিনি। সেই লক্ষ্যে নিজের নির্বাচনী কার্যালয়ে তৈরি করে ফেলেছেন অস্থায়ী কল সেন্টার। দলেরই জনা ছয়েক মহিলা কর্মীকে এ কাজে লাগিয়েছেন মোহিতবাবু। দুটি আলাদা ঘরে সামাজিক দূরত্ব বজায় রেখে বসছেন তাঁরা। সবার হাতে মোবাইল, সামনে ভোটার লিস্ট, পাশে মোবাইল নম্বর। তালিকা ধরে ধরে ফোন যাচ্ছে প্রত্যেকের কাছে। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানান হচ্ছে।
আরও পড়ুন-বাড়িতে পৌঁছে যাবে স্কুল ড্রেস, বই
প্রতিদিন নিয়ম করে ফোন যাচ্ছে ওয়ার্ডের প্রতিটি বাড়িতে। কাজ শুরুর আগে কল সেন্টারের কর্মীদের গোটা কাজটা বিস্তারিত ভাবে বুঝিয়ে দিয়েছেন প্রার্থী নিজে। মোহিত নন্দী বলছিলেন, এখন মানুষের স্বাস্থ্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ভিড় এড়াতে মোবাইল ফোনকে বেছে নিয়েছি আমরা। এতে জনসংযোগও হচ্ছে আবার করোনাকেও রুখতে পারছি আমরা।