নয়াদিল্লি, ১৩ জানুয়ারি : কোভিড আতঙ্কের মধ্যেই জয়ের ছন্দ বজায় রাখলেন পি ভি সিন্ধু। তবে এদিন ইন্ডিয়া ওপেন অভিযান শেষ হয়ে গেল লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের। বৃহস্পতিবার দিনের শুরুতে শীর্ষবাছাই তথা দু’বারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু দ্বিতীয় রাউন্ডে সহজ জয় তুলে নিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। এদিন সিন্ধু স্ট্রেট গেমে হারালেন স্বদেশি ইরা শর্মাকে। খেলার ফল ২১-১০, ২১-১০। শেষ আটে সিন্ধুর প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া ওপেনে এবার চমক দেওয়া গুয়াহাটির মেয়ে অস্মিতা ছালিহা। প্রথম রাউন্ডে রুশ শাটলারকে হারানোর পর এদিন দ্বিতীয় রাউন্ডে তিনি হারিয়েছেন ফরাসি প্রতিযোগী ইয়েলে হয়কসকে।
আরও পড়ুন-জুভেন্টাসকে হারিয়ে কাপ জিতল ইন্টার
সিন্ধুর মতো এইচ এস প্রণয়ও ইন্ডিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন। তবে দ্বিতীয় রাউন্ডে ভারতীয় তারকা ওয়াকওভার পেলেন। কারণ, প্রণয়ের প্রতিদ্বন্দ্বী করোনা আক্রান্ত হয়ে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। চোট সারিয়ে অনেকদিন পর কোর্টে ফিরলেও বছরের প্রথম টুর্নামেন্টে নেমে ব্যর্থ হলেন সাইনা। ইন্ডিয়া ওপেনের প্রাক্তন চ্যাম্পিয়ন তথা ২০১২ অলিম্পিকের ব্রোঞ্জজয়ী সাইনা স্ট্রেট গেমে হেরে যান স্বদেশি মালবিকা বানসোদের কাছে। খেলার ফল ১৭-২১, ৯-২১।
আরও পড়ুন-কোভিড টেস্ট নিয়ে প্রশ্ন, সংশয় আইএসএল নিয়েই
মাত্র ৩৪ মিনিটেই মালবিকা হারিয়ে দেন বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকাকে।
ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসরেও থাবা বসাল কোভিড। কিদাম্বি শ্রীকান্ত সমেত সাতজন ভারতীয় খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছেন! ফলে এঁরা প্রত্যেকেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। ইন্ডিয়া ওপেনের আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, সদ্যসমাপ্ত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী শ্রীকান্ত ছাড়াও যে সব খেলোয়াড়ের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে তাঁরা হলেন, অশ্বিনী পোনাপ্পা, রিতিকা ঠাকার, তৃষা জলি, মিঠুন মঞ্জুনাথ, সিমরন অমন সিং এবং খুশি গুপ্তা।