বিধ্বংসী বুমরায় উচ্ছ্বসিত, টেস্টেও ফ্রি-হিটের দাবি জানালেন স্টেইন

বুমরার ‘বিষাক্ত’ বোলিং দেখেই টেস্ট ক্রিকেটে নতুন নিয়ম চালুর দাবি জানালেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার।

Must read

কেপটাউন, ১৩ জানুয়ারি : জসপ্রীত বুমরার বিধ্বংসী বোলিং দেখে হতবাক ডেল স্টেইন। বুমরার ‘বিষাক্ত’ বোলিং দেখেই টেস্ট ক্রিকেটে নতুন নিয়ম চালুর দাবি জানালেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার।

আরও পড়ুন-জুভেন্টাসকে হারিয়ে কাপ জিতল ইন্টার

কেপটাউন টেস্টের দ্বিতীয় দিন বুমরার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার সুবাদে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস গুটিয়ে যায় ২১০ রানে। দক্ষিণ আফ্রিকার টেল এন্ডার ডুয়ানে অলিভিয়ারকে বল করার সময় ওভারস্টেপ করার সঙ্গেই সেই ডেলিভারিতে বাউন্সারও দেন। যা দেখে স্টেইন ট্যুইট করে জানান যে, টেস্টে ‘নো’ বল হলে নিয়মের কী পরিবর্তনের প্রয়োজন রয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টে স্টেইন লেখেন, ‘এবার থেকে টেস্টে নো বল হলে ফ্রি-হিট দেওয়া উচিত। কী মনে হয় আপনাদের? এই নিয়ম অবশ্যই সাহায্য করবে বোলারদের, যখন তারা ব্যাট করতে নামবে। অনেক সময় ওভারে সাত-আট বা নয় বলও হয়ে যায়, যা আমরা আগেও দেখেছি। এক জন টেলএন্ডারের পক্ষে কোনও প্রথম সারির ফাস্ট বোলারের জীবন বিপন্ন করে দেওয়ার মতো ৬টি বল খেলাই রীতিমতো কঠিন হয়ে দাঁড়ায়।

Latest article