হোবার্ট, ১৪ জানুয়ারি : করোনা মুক্ত হয়ে দলে ফিরেই সেঞ্চুরি হাঁকালেন ট্রাভিস হেড। আর প্রবল চাপের মুখে তাঁর ১১৩ বলে ১০১ রানের আক্রমণাত্মক ইংনিসের সৌজন্যে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া (Australia)র রান ৬ উইকেটে ২৪১।
অথচ এদিন শুরুটা মোটেই ভাল হয়নি অস্ট্রেলিয়া (Australia) র। স্কোরবোর্ডে মাত্র ৭ রান তুলতে না তুলতেই দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (০) ও উসমান খোয়াজার (৬) উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া (Australia)। এই চাপ আরও বেড়ে স্টিভ স্মিথও (০) দ্রুত সাজঘরে ফিরে গেলে। ওই পরিস্থিতিতে পাল্টা লড়াই শুরু করেন হেড এবং মার্নাস লাবুশানে। কিন্তু ব্যক্তিগত ৪৪ রানে লাবুশানে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের বলে বোল্ড হলে ফের চাপে পড়েছিল অস্ট্রেলিয়া।
তবে পঞ্চম উইকেটে ১২১ রান যোগ করে সেই চাপ কাটিয়ে দেন হেড এবং ক্যামেরন গ্রিন। ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করে হেড যখন আউট হন, তখন অস্ট্রেলিয়ার রান দুশো পর করে গিয়েছিল।
দিনের শেষ দিকে ৭৪ রান করে গ্রিন আউট না হলে অস্ট্রেলিয়া আরও ভাল জায়গায় থাকত। দিনের শেষে ক্রিজে নট আউট রয়েছেন আলেক্স ক্যারি (১০) ও মিচেল স্টার্ক (০)। ইংল্যান্ডের বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান ব্রড এবং ওলি রবিনসন।