নাইটদের বোলিং কোচ হলেন অরুণ

Must read

প্রতিবেদন : টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স  (Knight Rider)। দীর্ঘ সময় ভারতীয় দলের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন। গত টি-২০ বিশ্বকাপের পর তাঁর মেয়াদ শেষ হয়। আইপিএলের কোনও দলে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছিল। সেটাই সত্যি হল। কেকেআরে যোগ দিলেন অরুণ।
জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজদের নিয়ে ভারতের শক্তিশালী বোলিং আক্রমণ গড়ে তোলার প্রধান কারিগর অরুণ। কেকেআর এবার তাঁকে দলে নেওয়ায় তাদেরও বোলিং আক্রমণ আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন – হেডের সেঞ্চুরি লড়াইয়ে রাখল অস্ট্রেলিয়াকে

নাইট শিবিরে যোগ দিয়ে উচ্ছ্বসিত অরুণ বলেছেন, ‘‘আমি ভীষণ উত্তেজিত। নাইট রাইডার্সে  (Knight Rider) র মতো সফল একটা দলের বোলিং কোচ হতে পেরে আমার দারুণ অনুভূতি হচ্ছে। আইপিএল এবং বিশ্বজুড়ে অন্য টি-২০ লিগে নাইট রাইডার্স শুধু সফলই নয়, তাদের পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে।”
শুক্রবার অরুণকে নাইট সংসারে স্বাগত জানান কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। তিনি বলেন, ‘‘ভরত অরুণের মতো অভিজ্ঞ এবং দক্ষ একজনকে আমাদের বোলিং কোচ হিসেবে নিযুক্ত করায় আমরা উচ্ছ্বসিত। তিনি কেকেআরের শক্তিশালী সাপোর্ট স্টাফদের জন্য প্রচুর অভিজ্ঞতা ও দক্ষতা নিয়ে আসবেন।” কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালাম বলেছেন, ‘‘আন্তর্জাতিক মঞ্চে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ভরতের। দলের বোলারদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। আমাদের দলও আরও শক্তিশালী হয়ে উঠবে।”

Latest article