মোহনবাগান ম্যাচ নিয়ে ধোঁয়াশা

Must read

প্রতিবেদন : অষ্টম আইএসএল নিয়ে সংশয়, ধোঁয়াশা অব্যাহত। শুক্রবারও এটিকে মোহনবাগান (Mohun Bagan ) ও বেঙ্গালুরু এফসি দল অনুশীলন করতে পারেনি। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার এই দুই দলের ম্যাচ না হওয়ার সম্ভাবনাই বেশি। অবাক করার মতো ব্যাপার, শনিবারের ম্যাচ নিয়ে এফএসডিএল বা লিগ কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে।

আরও পড়ুন – নাইটদের বোলিং কোচ হলেন অরুণ

সরকারি কোনও বিবৃতি নেই। বেঙ্গালুরু এফসি-র তরফে প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলন বাতিল করার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। মোহনবাগান ( Mohun Bagan ) বা আইএসএলের পক্ষ থেকে সেটাও জানানো হয়নি। অনুশীলন যখন বন্ধ তখন ম্যাচ কীভাবে হবে, বলছেন ফুটবলাররা। মোহনবাগানে পুরনো চারজন ছাড়া নতুন করে কারও সংক্রমণ নেই। কিন্তু সুনীল ছেত্রীদের শিবিরে কতজনের সংক্রমণ, তা নিয়েও ধোঁয়াশা রাখা হচ্ছে।
পাঁচটি দলের জন্য ভুগতে হচ্ছে এসসি ইস্টবেঙ্গলের মতো দলকে। তাদের হোটেলের এক কর্মীর সংক্রমণ বলে ইস্টবেঙ্গল দলকেই অনুশীলনের অনুমতি দেওয়া হচ্ছে না। অথচ লাল-হলুদ শিবিরে সবার কোভিড রিপোর্ট নেগেটিভ। ক্লাব কর্তাদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছে আইএসএল কর্তৃপক্ষ। ফলে লিগ নিয়ে অসন্তোষ ক্রমশ বাড়ছে।
এদিকে, ইস্টবেঙ্গলের গোলকিপার কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন লেস ক্লিভলি। সেই জায়গায় মহমেডানের গোলকিপিং কোচ মিহির সাওয়ান্তকে নিল লাল-হলুদ। ইতিমধ্যেই তিনি গোয়া পৌঁছে কোয়ারেন্টিনে রয়েছেন। মোহনবাগান আবার অভিজ্ঞ গোলকিপার সুব্রত পালকে দলে নিতে চায়। তাঁর সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়েছে।

Latest article