গায়ানা, ১৪ জানুয়ারি : যুব বিশ্বকাপে (World Cup) আজ শনিবার অভিযান শুরু করছে ভারত। গ্রুপ ‘বি’ তে প্রথম ম্যাচে যশ ধুল, হার্নুর সিংদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচ টুর্নামেন্টে খুব গুরুত্বপূর্ণ। তাও আবার বিশ্বকাপ (World Cup) বলে কথা। তাই প্রতিপক্ষ নিয়ে খুব সতর্ক ভারতীয় শিবির। কোচ হৃষীকেশ কানিতকর অনূর্ধ্ব ১৯ দলটির সঙ্গে সাকুল্যে ৪৫ দিনের মতো আছেন। অতিমারির কারণে ৬ মাসও একসঙ্গে অনুশীলন করতে পারেনি দল। তবু গত অক্টোবর মাস থেকে চ্যালেঞ্জার ও এশিয়া কাপ খেলে নিজেদের তৈরি করার সুযোগ পেয়েছে ভারতীয় দল। তাছাড়া এশিয়া কাপ জয় বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়েছে ভারতীয় যুব ক্রিকেটারদের।
আরও পড়ুন – মাঠে ফিরতে মুখিয়ে মেসি
বিশ্বকাপের (World Cup) পরেই আইপিএল নিলাম। যুব ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে নজর থাকবে ফ্র্যাঞ্চাইজিদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা তরুণ ভারতীয় ওপেনার হার্নুর সিং বলছেন, ‘‘আইপিএল নিলাম অবশ্যই আমাদের মাথায় আছে। কিন্তু আমার এখন ফোকাস ভারতের হয়ে বিশ্বকাপ জেতা।” ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটার নিশান্ত সিন্ধু আবার বলছেন, ‘‘যদি আমরা বিশ্বকাপে ভাল কিছু করতে পারি, তা হলে এমনিই যে কোনও আইপিএল দল আমরা পেয়ে যাব। তার আগে আমরা বিশ্বকাপটা জিততে চাই।”
বিশ্বকাপে ভাল করার জন্য ক্রিকেটারদের বাস্তববাদী হওয়ার পরামর্শ দিচ্ছেন ভারতীয় দলের কোচ হৃষীকেশ কানিতকর।