মুম্বই, ১৫ জানুয়ারি : বিরাট কোহলির (Virat Kohli) আচমকা ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে অবাক ক্রিকেটমহল। টি-২০ দলের নেতৃত্ব ছাড়ার মতোই ঘোষণার আকস্মিকতা কাটিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অনেকে। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছে ভারত। শক্তিশালী দল নিয়েও সিরিজ জিততে পারেননি অধিনায়ক বিরাট। ২৪ ঘণ্টার মধ্যেই টেস্টের নেতৃত্ব ছাড়লেন দেশের সফলতম টেস্ট অধিনায়ক। ভারতকে ৬৮ টেস্টে নেতৃত্ব দিয়ে ৪০টি ম্যাচে জয়।
আরও পড়ুন – আজ নামছে ভারত, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
এই পরিসংখ্যানই বলে দিচ্ছে লাল বলের ক্রিকেটে কতটা সফল অধিনায়ক বিরাট। টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর বিরাটকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন প্রাক্তন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছেন, ‘‘অধিনায়ক হিসেবে যে সাফল্য তুমি পেয়েছ তাতে মাথা উঁচু করে যেতে পারো। ভারতের সব থেকে আগ্রাসী এবং সফল অধিনায়ক। আমার কাছে খুবই দুঃখের দিন। আমরা একসঙ্গে একটা দল গড়েছিলাম। সেটা আমাদের সাফল্য এনে দিয়েছে।’’ নেতৃত্ব ছাড়ার বার্তায় মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তাই যেন আবেগতাড়িত টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ। ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান বলেন, ‘‘টেস্ট ক্রিকেটে যখনই ভারত অধিনায়কদের নিয়ে আলোচনা হবে, তখনই বিরাট কোহলির নাম আসবে। শুধুমাত্র রেজাল্টের কারণে নয়, বরং অধিনায়ক হিসেবে যে প্রভাব রেখে গেল বিরাট সেটা মুছে ফেলা যাবে না।’’