রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের বিস্ফোরক অভিযোগ। অরূপ রতন রায় নামক এক ব্যবসায়ী এমনই অভিযোগ করেছেন। শুধু তাই নয়, বিজেপি নেতার নামে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
আরও পড়ুন-তৃণমূল সাংসদদের সংসদে ঢুকতে বাধা: ‘এটা কি গণতন্ত্র চলছে!’ ট্যুইট ডেরেকের
অরূপ রতন রায়ের অভিযোগ, বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য একটা সময় জয়প্রকাশ মজুমদারের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল। সেই পরিচয়ের সুবাদে তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে তাঁর সুসম্পর্ক আছে বলে অরূপ রতন রায়কে জানিয়েছিলেন জয়প্রকাশবাবু। এবং উত্তর ২৪ পরগণার বাগদা এলাকায় ইন্ডিয়ান অয়েল গ্যাসের লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার বিনিময়ে সল্টলেকে নিজের অফিসে বসে নগদ ৪ লক্ষ ২০ হাজার টাকা অরূপ রতন রায়ের থেকে নিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার।
আরও পড়ুন-লাল থেকে কমলা তালিকায় ঠাঁই, অবশেষে ব্রিটেনে প্রবেশের অনুমতি পেলেন ভারতীয়রা
অরূপ রতন রায়ের আরও অভিযোগ, এরপর থেকে লাইসেন্সের ব্যাপারে জিজ্ঞাসা করলেই বিষয়টি এড়িয়ে গিয়েছেন জয়প্রকাশ মজুমদার। শুধু তাই নয়, বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছেন তিনি।