সিলিকন ভ্যালির ইন্ডাস্ট্রিতে আইটি কর্তাদের আমন্ত্রণ

Must read

রাজ্যের সিলিকন ভ্যালির আইটি ইন্ডাস্ট্রিতে ব্যাপক সাড়া পড়েছে। আগামিদিনে শিল্প-বাণিজ্য ও কর্মসংস্থান ইস্যুতে সিলিকন ভ্যালি একটা বড় ভূমিকা নিতে চলেছে। এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাই বিষয়টি নিয়ে আরও বৃহত্তর আলোচনার জন্য চলতি মাসের ১১ তারিখ কলকাতায় শিল্পসদনের অডিটোরিয়ামে এক চা চক্রের আয়োজন করা হয়েছে। যেখানে সরকার ও সংশ্লিষ্ট দফতরের তরফে ১২০ জনের মত আইটি ইন্ডাস্ট্রির কর্তাদের আমন্ত্রণ হয়েছে।

আরও পড়ুন-বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে ৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

বাংলার তথ্যপ্রযুক্তি শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এমন পদক্ষেপ বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, এখন পর্যন্ত সিলিকন ভ্যালিতে ৪০ টি সংস্থা জমি নিয়েছে। সিলিকন ভ্যালিতে যারা জায়গা নিয়েছে “সরকার পাশে আছে”, এমনই বার্তা দেওয়া হবে। সমন্বয়ে দুর্বলতা থাকলে আলোচনার মাধ্যমে তা শক্ত করা হবে।

Latest article