নয়াদিল্লি, ১৭ জানুয়ারি : সুনীল গাভাসকরের মতো সিনিয়র তাঁর অধিনায়কত্বে খেলেছিলেন। আবার তিনিও কৃষ্ণমাচারি শ্রীকান্ত, মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে খেলেছিলেন। অধিনায়ক যেই হোন না কেন, ক্রিকেটার হিসেবে তো খেলতেই হবে। ইগো বিসর্জন দিয়ে বিরাট (Virat Kohli) কোহলিরও তাই করা উচিত।
কপিল বলছেন, ‘‘গাভাসকর আমার নেতৃত্বে খেলেছিল। আমি শ্রীকান্ত, আজহারের নেতৃত্বে খেলেছি। আমার কোনও ইগো ছিল না। বিরাটেরও উচিত ইগো সরিয়ে রেখে তরুণ কোনও ক্রিকেটারের নেতৃত্বে খেলা। এটা শুধু বিরাটকে নয়, ভারতীয় ক্রিকেটকেও সাহায্য করবে। আমার তো মনে হয়, বিরাটের (Virat Kohli) উচিত নতুন অধিনায়ক, নতুন প্লেয়ারদের সাহায্য করা। একটা ব্যাপারে কোনও দ্বিমত নেই, বিরাটের মতো ব্যাটারকে আমরা হারাতে পারি না।” বিরাটের (Virat Kohli) টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত মেনে নিচ্ছেন ভারতের চিরশ্রেষ্ঠ অলরাউন্ডার। কপিল বলেন, ‘‘বিরাটের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। টি-২০ দলের নেতৃত্ব ছাড়ার পর থেকেই বেশ চাপে ছিল। ইদানীং ওকে মাঠে বেশ টেনশনে থাকতে দেখেছি। অধিনায়কত্ব ছেড়ে বিরাট এবার অনেক খোলা মনে খেলতে পারবে।” ২০১৯ সালের নভেম্বর মাসের পর বিরাটের ব্যাটে কোনও সেঞ্চুরি নেই। নেতৃত্বের চাপ যে তাঁর ব্যাটিংয়েও প্রভাব ফেলছিল, এ নিয়ে কোনও সন্দেহ নেই। কপিলের বক্তব্য, ‘‘বিরাট পরিণত মানসিকতার ছেলে। আমি নিশ্চিত, ও এই সিদ্ধান্ত ভেবেচিন্তে নিয়েছে। ও হয়তো আর অধিনায়কত্ব উপভোগ করছিল না। ওর সিদ্ধান্তকে আমাদের সমর্থন জানাতেই হবে।”