প্রতিবেদন : ফের শহরে অগ্নিকাণ্ড। কলকাতার (Kolkata) মল্লিকবাজারের একটি সিনেমা হলে মঙ্গলবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে। পার্ক শো হাউস নামে হলটি বহুদিন ধরেই বন্ধ অবস্থায় পড়ে ছিল। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। বিকেলের দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে। দমকলের ছ’টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।
আরও পড়ুন - নিউটাউনে সমাপ্তির পথে সোলার ডােম
শহর কলকাতার (Kolkata) হলের একতলা ও স্ক্রিন পুরোটাই পুড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যালকনিও। হলটি বন্ধ থাকায় ভিতরে পুরোপুরি অন্ধকার হয়ে ছিল। ফলে আগুন নেভাতে সমস্যায় পড়েন দমকলকর্মীরা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। তাই দ্রুততার সঙ্গে আশপাশের দোকানগুলি খালি করা হয়েছে। তবে স্বস্তি একটাই, হলটি বন্ধ থাকায় ভিতরে লোকজন কেউ ছিল না। ঘটনায় হতাহতের খবর নেই। স্থানীয় বাসিন্দারা বলছেন, কয়েকদিন আগেই ওই হলটিতে ছোটখাটো অগ্নিকাণ্ড ঘটে। তারপরই হলের ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হয়। ফলে সেখান থেকে আগুন লাগার কোনও সম্ভাবনা নেই। তাই ঠিক কীভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। তবে প্রাথমিক ভাবে প্রোজেক্টর রুম থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে এসে পৌঁছয়। আগুন লাগার জেরে পার্ক স্ট্রিটে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।