কন্যাশ্রী–১ প্রকল্পে রাজ্যসেরা মুর্শিদাবাদ

Must read

কল্যাণ চন্দ্র, বহরমপুর :‌ কন্যাশ্রী প্রকল্পে (কে ওয়ান) রাজ্যে শীর্ষস্থান দখল করল মুর্শিদাবাদ (Murshidabad)। ১১০ শতাংশ আবেদন অনুমোদন করে কন্যাশ্রী–‌১ প্রকল্পে সব জেলার চেয়ে এগিয়ে রইল। ৯৯ শতাংশ আবেদনের ভিত্তিতে কন্যাশ্রী–‌২ প্রকল্পে ৯৮ শতাংশ অনুমোদন হল জেলায়। রাজ্য সরকারের ওই প্রকল্পে ছাত্রীদের আনতে পেরে আনন্দিত প্রশাসন। নারীশিক্ষার অগ্রগতির জন্য ছাত্রীদের আর্থিক সাহায্যের ব্যবস্থা করে কন্যাশ্রী–‌১ এবং কন্যাশ্রী–‌২ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। যে প্রকল্প সারা বিশ্বে মর্যাদা পেয়েছে।

আরও পড়ুন – বাংলার মতোই বাদ তামিলনাড়ুর ট্যাবলো মোদিকে চিঠি মুখ্যমন্ত্রী স্ট্যালিনের 

চলতি আর্থিক বছরে সেই প্রকল্পে রাজ্যে শীর্ষস্থান দখল করে নিল মুর্শিদাবাদ (Murshidabad) জেলা। জেলাশাসক শরদকুমার দ্বিবেদী বলেন, চলতি আর্থ বর্ষে কন্যাশ্রী–‌১ প্রকল্পে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল ২ লক্ষ ১২ হাজার ৮১৮। নতুন আবেদন ছিল ৬২ হাজার ১৩ এবং পুনঃনবীকরণ ছিল ১ লক্ষ ৭৪ হাজার ৮৬৬। সেখানে ২ লক্ষ ৩৬ হাজার ৮৭৯ জন ছাত্রীকে কন্যাশ্রী–‌১ প্রকল্পে আনা হয়েছে। ১১০ শতাংশ অনুমোদন রাজ্যে রেকর্ড। মুর্শিদাবাদের পরে রয়েছে কালিম্প, অনুমোদন হয়েছে ১০৬ শতাংশ। তৃতীয়স্থানে দক্ষিণ ২৪ পরগনা, ১০৩ শতাংশ। কন্যাশ্রী–‌২ প্রকল্পে মুর্শিদাবাদের লক্ষ্যমাত্রা ছিল ৬০ হাজার ৭৮২। নতুন আবেদনকারী ছাত্রী ২৪ জন এবং পুনঃনবীকরণ ছিল ৫৯ হাজার ৮৫৮ জনের। ৯৯ শতাংশ আবেদনের মধ্যে ৯৮ শতাংশ অনুমোদন হয়েছে জেলায়।

Latest article