জুরিখ, ১৮ জানুয়ারি : টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন রবার্ট লেয়নডস্কি। পোল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড গত ফুটবল মরশুমে অসাধারণ ফর্মে ছিলেন। বুন্দেশলিগায় এক মরশুমে জার্ড মুলারের করা ৪০ গোলের ৪৯ বছরের পুরনো রেকর্ডও ভেঙে দেন তিনি।
আরও পড়ুন-নতুন অধিনায়ক নিয়ে জল্পনা, ফিটনেসই সমস্যা,রোহিতে না সানির
দেশের আইকনের এই সাফল্যে উচ্ছ্বসিত পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউজ মোরাউইকি। গণ মাধ্যমে তিনি বলেছেন, ‘‘লেয়নডস্কি একজন বিশেষ মানুষ। দেশের সর্বকালের সেরা ফুটবলার। তরুণদের আদর্শ।” আর দু’বারের ফিফা বর্ষসেরা তারকা হয়ে লেয়নডস্কি বলেছেন,‘‘আমি সম্মানিত। বর্ষসেরা ফুটবলার হওয়া আমার জন্য খুবই আনন্দের ব্যাপার। যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।”
ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলার হয়েছেন বার্সেলোনার অ্যালেক্সিয়া পুত্তেলাস। তিনি বার্সেলোনার মহিলা দলের প্রধান খেলোয়াড়। সেরা কোচেদের প্রশ্নে সবাইকে টেক্কা দিয়েছে চেলসি। পুরুষ ও মহিলাদের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছে এই ক্লাব থেকে। এঁরা হলেন টমাস টুচেল ও এমা হায়েস। প্রথমজন গতবার চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ এনে দিয়েছিলেন। আর হায়েসের কোচিংয়ে চেলসির মহিলা দল সুপার লিগ, এফএ কাপ ও লিগ জিতেছে। পুরুষদের বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন চেলসির এডওয়ার্ড মেন্ডি। মহিলা বিভাগে এই খেতাব ক্রিশ্চিয়ান এন্ডলারের। টটেনহ্যামের হয়ে আর্সেলানের বিরুদ্ধে করা গোলের জন্য সেরা গোলের সম্মান পুসকাস ট্রফি পেয়েছেন আর্জেন্টিনীয় এরিক লামেলা। যিনি এখন সেভিয়ার ফুটবলার।
আরও পড়ুন-স্পেনের হুমকির মুখে এবার জকোভিচ
এছাড়া ইউরো কাপে ক্রিশ্চিয়ান এরিকসন মাঠে অচৈতন্য হয়ে পড়ার পর ডেনমার্ক দল ও তাদের সাপোর্ট স্টাফরা অসাধারণ কাজ করায় ফিফা ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ডেনমার্ক।