গোয়ায় প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে গোয়ায় তিনদিনের সফরে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhisekh Banerjee)। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় গোয়ার পানাজির দলীয় দফতরে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। সঙ্গে থাকবেন গোয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি কিরণ কান্ডোলকার, মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী আভিতা বান্দোতকার ও যুব তৃণমূল কংগ্রেস সভাপতি জয়েশ শেঠগাঁওনকার।
আরও পড়ুন – গোয়া: দায়ী থাকবে কংগ্রেস
মঙ্গলবার প্রকাশিত হয়েছে দলের তিন সাংগঠনিক কমিটি। এমনকি ব্লক কমিটিও। ১৪ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের আগে নিজে গোয়ায় উপস্থিত থেকে সবটা মনিটরিং করছেন অভিষেক বন্দোপাধ্যায় (Abhisekh Banerjee)। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতির পরেই সাংগঠনিক কমিটি ও প্রার্থী তালিকা প্রকাশ করেছে দল। এবার বাকি কেন্দ্রগুলির জন্য প্রার্থী তালিকা প্রকাশের পালা। অবশ্যই জোট শরিক এমজিপির জন্য আসন ছেড়ে রেখে। এখন বাকি কেন্দ্রগুলিতে প্রার্থী ঘোষণার অপেক্ষা।