আর জি কর-এ বহিরাগতদের হামলা, এমআরআই বিভাগে তাণ্ডব

Must read

প্রতিবেদন: শহরের অন্যতম বড় সরকারি হাসপাতাল আর জি করে (R. G. Kar Medical College and Hospital) আচমকা বহিরাগতদের তাণ্ডব। তাঁদের তাণ্ডবে বুধবার দুপুর থেকে অশান্ত হল হাসপাতাল চত্বর। ওই বহিরাগতরা হাসপাতালের এমআরআই বিভাগে ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ। তাদের সঙ্গে হাসপাতালের কিছু প্রাক্তন কর্মী ছিলেন বলেও অভিযোগ উঠেছে। তাদের তাণ্ডবে সাময়িক ভাবে এমআরআই বিভাগের পরিষেবা বন্ধ রাখতে হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় বহিরাগতদের বের করে দিয়ে বিভাগের স্বাভাবিক কাজকর্ম শুরু হয়।

আরও পড়ুন – কোভিড যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে ফেসবুক পোস্ট অভিষেকের 

ঘটনার জেরে এমআরআই করাতে আসা রোগীরা সমস্যায় পড়েন। বাইরে রোগীদের লম্বা লাইন পড়ে যায়। আচমকা এই ঘটনায় চমকে যান প্রায় সবাই। গন্ডগোলের জেরে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের পরিবারের লোকেরাও। হাসপাতাল (R. G. Kar Medical College and Hospital) সূত্রে জানা গিয়েছে, এমআরআই বিভাগের কিছু কর্মী সম্পর্কে অভিযোগ আসছিল। এরপরই তদন্ত শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। কয়েকজনকে চিহ্নিত করে সরিয়ে দেওয়া হয়। অভিযোগ, সেই সব কর্মীরা বাইরের লোকজন নিয়ে এসে হাসপাতালে তাণ্ডব চালায়। ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেফতারের খবর নেই।

Latest article