কোভিড যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে ফেসবুক পোস্ট অভিষেকের

Must read

লক্ষ্যপূরণ করেছে ডায়মন্ড হারবার। মঙ্গলবারে ডায়মন্ড হারবারের পজিটিভিটি রেট নামে ২ শতাংশের নিচে, পরিসংখ্যান অনুসারে ১.০৯ শতাংশ। গোটা রাজ্যের মধ্যে যা বিরল। তাই ডায়মন্ড হারবারই এখন কোভিড নিয়ন্ত্রণে মডেল।
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) নির্দেশের একদিনের মধ্যে প্রতিটি ওয়ার্ডে ও পঞ্চায়েতে চালু হয়েছিল মেগা কন্ট্রোল রুম, শুরু হয়েছিল ডক্টরস অন হুইল। সকাল থেকে চেকিং ও ডবল মাস্ক অভিযান, হোম আইসোলেশন। সব পরিকল্পনার ফল মিলছে হাতেনাতে।

আরও পড়ুন – রেকর্ড, ডায়মন্ড হারবারে করোনার পজিটিভিটি রেট কমে ১.০৯ শতাংশ ! 

যারা সামনের সারিতে থেকে এই লড়াই চালিয়ে গেছেন তাদের কুর্ণিশ জানিয়ে ফেসবুক পোস্ট করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। অভিষেক লেখেন, আমি কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইরত জেলা প্রশাসন সহ সকল স্বাস্থ্যসেবা কর্মী এবং ফ্রন্টলাইনে থাকা লোকজনকে স্যালুট জানাই। আমরা আমাদের করোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ ও ঋণী।

Latest article