রেকর্ড, ডায়মন্ড হারবারে করোনার পজিটিভিটি রেট কমে ১.০৯ শতাংশ !

Must read

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee) আগেই বলেছিলেন, রাজ্যের যে কোনও সংসদীয় এলাকায় ৭ দিনের মধ্যে কোভিড পজিটিভের মাত্রা কমিয়ে আনার প্রশ্নে এখন ডায়মন্ড হারবার শীর্ষে। আমাদের প্রাথমিক চেষ্টা থাকবে ২% শতাংশের নিচে সংক্রমণ নামিয়ে আনা। তারপর লড়াই চলবে। সেই লক্ষ্যপূরণ করল ডায়মন্ড হারবার।

আরও পড়ুন – নির্বাচনের আগে রাজ্য – যুব ও মহিলা কমিটি ঘোষণা তৃণমূল কংগ্রেসের 

মঙ্গলবার ডায়মন্ড হারবারের পজিটিভিটি রেট ২ শতাংশের নিচে। এদিনের পরিসংখ্যান বলছে পজিটিভিটি রেট কমে হয়েছে ১.০৯ শতাংশ। গোটা রাজ্যের মধ্যে যা বিরল। তাই ডায়মন্ড হারবারই এখন কোভিড নিয়ন্ত্রণে মডেল।
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) নির্দেশের একদিনের মধ্যে প্রতিটি ওয়ার্ডে ও পঞ্চায়েতে চালু হয়েছিল মেগা কন্ট্রোল রুম , শুরু হয়েছিল ডক্টরস অন হুইল। সকাল থেকে চেকিং ও ডবল মাস্ক অভিযান, হোম আইসোলেশন। সব পরিকল্পনার ফল মিলছে হাতেনাতে।

গঙ্গাসাগর মিটে গিয়েছে। ডায়মন্ড হারবারের পজিটিভিটি রেট কিন্তু কমছেই।
মঙ্গলবার টেস্ট করা হয়েছে ১৫ হাজার ৭০৩। এর মধ্যে পজিটিভ কেস মাত্র ১৭১।
আসলে অভিষেক যে চ্যালেঞ্জ নিয়েছিলেন, সেই চ্যালেঞ্জের গণ্ডি পেরিয়ে রীতিমতো রেকর্ড তৈরি করল । তাই কোভিড নিয়ন্ত্রণে ডায়মন্ড হারবার গোটা দেশকে পথ দেখাচ্ছে।

Latest article