সুন্দরবনে বিলুপ্ত কচ্ছপ গবেষণায় স্যাটেলাইট ট্যাগিং

Must read

সুস্মিতা মণ্ডল, সুন্দরবন : ‌বাটাগুড়বাস্কা প্রজাতির কচ্ছপ আজ সারা পৃথিবীতে বিলুপ্তির পথে। এবার সেই বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপের ওপর বিশেষ গবেষণা শুরু করল রাজ্য বন দফতর। তেরো বছর আগে সুন্দরবন (Sundarban) ব্যাঘ্র প্রকল্পের অধীন সাতটি ক্যাম্পে এই প্রজাতির কচ্ছপের প্রজনন শুরু করে বন দফতর। সেইসময় হাতেগোনা আটটি কচ্ছপ নিয়ে প্রজননের কাজ শুরু হয়েছিল। বর্তমানে এই প্রজাতির ৩৭০টি কচ্ছপের প্রমাণ মিলেছে। প্রজননে সাফল্য মেলার পর কচ্ছপগুলির ওপর বিশেষ গবেষণার জন্য স্যাটেলাইট ট্যাগিং করা হল। একটি সর্বভারতীয় কচ্ছপ সংরক্ষণ সংস্থার সহযোগিতায় এই কাজ করা হল।

আরও পড়ুন – আর জি কর-এ বহিরাগতদের হামলা, এমআরআই বিভাগে তাণ্ডব

বুধবার সুন্দরবনের (Sundarban) ন্যাশনাল পার্কের পূর্বভাগের চামটার জঙ্গলে দশটি পূর্ণবয়স্ক কচ্ছপের খোলসের ওপর এই ট্যাগিং করা হয়। পরে ছেড়ে দেওয়া হয়। এই ট্যাগিং থেকে কচ্ছপের সমস্ত গতিবিধি জানা যাবে। যা আগামী দিনে গবেষণার কাজে লাগবে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস জানান, বিলুপ্তপ্রায় এই প্রজাতির কচ্ছপ। সুন্দরবনে প্রজননে সাফল্য পেয়েছি। এবার গবেষণার জন্য এই স্যাটেলাইট ট্যাগিং। এর ফলে এদের গতিবিধি, বাসস্থান, খাদ্যাভ্যাস ও অন্যান্য ক্রিয়াকলাপ জানা যাবে। ফলে আগামী দিনে এই প্রজাতিকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে। আগামী দু’‌বছর এই ট্যাগিং থেকে তথ্য মিলবে।‌

Latest article