বাড়িতেই হাজির শিক্ষকরা

Must read

সংবাদদাতা, দেগঙ্গা : সামনে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেই কথা মাথায় রেখেই সরাসরি দুয়ারে বিদ্যালয়। সমস্ত শিক্ষক-শিক্ষিকা খাতাপত্র, বই নিয়ে হাজির ছাত্রছাত্রীদের দুয়ারে। কোভিড পরিস্থিতিতে দু’বছরের বেশি সময় ধরে স্কুল বন্ধ। পঠনপাঠনও বন্ধ। দু’বছর পরে ফের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার হবার সম্ভাবনা প্রকাশ করেছে শিক্ষা দফতর। মার্চেই পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে। বন্ধ স্কুলের পঠনপাঠন। কীভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে ছাত্রছাত্রীরা। তার জন্যই দেগঙ্গা কুমারপুর পরশমণি শিক্ষাবিতানের সমস্ত শিক্ষক-শিক্ষিকা বিভিন্ন গ্রামে গিয়ে একেবারে ছাত্রছাত্রীদের দুয়ারে শিক্ষক।

আরও পড়ুন – রাজ্য স্বাস্থ্যদফতরের নতুন নির্দেশিকা, প্রসবের সময় প্রসূতির সঙ্গে থাকতে পারবেন মা অথবা স্বামী

এক কথায়, দুয়ারে বিদ্যালয় (Duare School)। কীভাবে প্রস্তুতি চলছে, সেটি যেমন তাঁরা দেখেন, আগামী দিনের পরীক্ষার কর্মসূচিতে কোনও সমস্যা যাতে না হয় তার জন্য খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখেন, ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করে অভিভাবকদেরও পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও সমস্যা হলে ২৪ ঘণ্টা শিক্ষকদের ফোনের মাধ্যমে জানিয়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের দাবি, কোভিড পরিস্থিতিতে যেভাবে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোন দিকে, তার জন্যই সরাসরি শিক্ষকরা দুয়ারে কর্মসূচি নিয়েছেন। দুয়ারে বিদ্যালয় (Duare School) কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা সকাল থেকে আপ্রাণ চেষ্টা করছেন সমস্ত ছাত্রছাত্রীর বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলে পড়াশোনার মনোবল তৈরি করতে। সঙ্গে অবশ্যই মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখা— সবটাই করছেন শিক্ষক-শিক্ষিকারা। এতে খুশি এলাকার অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা। এই কর্মসূচি লাগাতার চলবে বলে জানিয়েছেন স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকারা। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুন্দর করে তুলতেই তাঁদের এই প্রয়াস।

Latest article