বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মডেল অনুসরণ করুক কেন্দ্র। বাংলার মতো এবার সারা দেশে গণবণ্টন ব্যবস্থায় ‘সকলের জন্য খাদ্য’প্রকল্প ঘোষণা হোক। বরাদ্দ হোক অতিরিক্ত অর্থও। শুক্রবার এমনই দাবি করল রেশন দোকানদারদের সর্বভারতীয় সংগঠন। কেন্দ্রীয় মন্ত্রী ব্যস্ত থাকায় খাদ্যমন্ত্রকের সচিব সুধাংশু পান্ডে এবং মন্ত্রকের উপদেষ্টা মমতা শঙ্করের সঙ্গে দেখা করে দাবিপত্র জমা দেয় তারা।
আরও পড়ুন – গোয়া বিজেপিতে ভাঙন, ক্ষোভে বিজেপি ছাড়লেন মনোহর পারিকরের ছেলে উৎপল
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বাংলায় ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার রেশন দোকানের মাধ্যমে সকলকেই সস্তায় চাল-গম দেয়। রাজ্য সরকার যদি তা পারে, তাহলে কেন্দ্র কেন পারবে না ? কোভিড পরিস্থিতিতে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’য় শুধু আগামী মার্চ পর্যন্ত কেন এনএফএসএ’র অধীনে থাকা ব্যক্তিদের বিনা পয়সায় ৫ কেজি অতিরিক্ত চাল, গম দেওয়া হবে ? মার্চের পরেও এই প্রকল্প চালু রাখার দাবি করেছে রেশন দোকানদারদের সংগঠন।