গোয়া বিজেপিতে ভাঙন, ক্ষোভে বিজেপি ছাড়লেন মনোহর পারিকরের ছেলে উৎপল

Must read

অভিমানে বিজেপি ছাড়লেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পারিকরের ছেলে উৎপল পারিকর (Utpal Parrikar)। রাজ্যটিতে তৃণমূল উত্থানের মধ্যে এই ঘটনায় আরও চাপ বাড়ল পদ্মশিবিরের উপর বলেই মনে করছেন বিশ্লেষকরা।

গোয়ার রাজনীতিতে মনোহর পারিকর ছিলেন প্রবাদপ্রতীম একজন রাজনীতিবিদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অত্যন্ত ঘনিষ্ঠ মনোহর আরএসএস থেকে বিজেপিতে এসেছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী পারিকরের একসময় গোয়ায় বিজেপির হাল শক্ত হাতে ধরেছিলেন। তাঁর আমলেই পাকিস্তানের মাটিতে সার্জিকাল স্ট্রাইক করে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। পানাজি থেকে এবার অন্য কাউকে টিকিট দেয় বিজেপি আর তাতেই ক্ষুব্ধ হয়ে শুক্রবার বিজেপি ছাড়েন উৎপল পারিকর (Utpal Parrikar)। নির্দল প্রার্থী হিসাবে পানাজি থেকেই নির্বাচনে লড়বেন তিনি।

আরও পড়ুন – গোয়ায় বিজেপি এবার পুলিশ নামিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালালো, কমিশনে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস

গোয়ার রাজনীতিতে চলছে প্রবল দ্বন্দ্ব। প্রত্যাশিত টিকিট না পেয়ে নিজের দলের বিরুদ্ধেই ভোটে প্রার্থী হওয়ার উদ্যোগ নিয়েছেন বিজেপির তিন নেতানেত্রী। গোয়ার উপমুখ্যমন্ত্রী চন্দ্রকান্ত কাভলেকরের স্ত্রী সাবিত্রীকে এবার ভোটে টিকিট দেয়নি বিজেপি। এরপরেই ক্ষুব্ধ সাবিত্রী গোয়া বিজেপির মহিলা শাখা থেকে সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন, এবার গোয়া বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। গোয়ার প্রাক্তন পূর্তমন্ত্রী দীপক পাউসকারও এবার নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে ময়দানে নামছেন। বিজেপি তাঁকেও এবার ভোটে টিকিট দেয়নি। টিকিট না পেয়ে বিজেপি ত্যাগ করেছেন গোয়া বিধানসভার ডেপুটি স্পিকার ইসিডোর ফার্নান্ডেজ। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পার্সেকারও বিজেপি ত্যাগ করে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনের আগে বেশ চাপে গোয়া বিজেপি শিবির।

Latest article