গোয়ায় বিজেপি এবার পুলিশ নামিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালালো, কমিশনে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস

তৃণমূল কংগ্রেস গোয়ায় যেভাবে কয়েক মাসের মধ্যে শক্তিশালী সংগঠন তৈরি করে ফেলেছে। এমজিএম এর সঙ্গে জোট সাধারণ মানুষের মন জয় করেছে।

Must read

গোয়ায় বিধানসভা নির্বাচনের আগে ভয় পেয়ে ও প্রবল চাপে পড়ে বিজেপি (BJP) এবার পুলিশকে গুণ্ডামির কাজে নামালো। গোয়ার পানাজীতে তৃণমূল কংগ্রেসের দলীয় দফতরের ব্যানার, পোষ্টার হোর্ডিং রাতের অন্ধকারে ধ্বংস করল পুলিশ। এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-‘ভালো ছেলে’ নয়, ‘বকাটে’রাই পছন্দের

তৃণমূল কংগ্রেস গোয়ায় যেভাবে কয়েক মাসের মধ্যে শক্তিশালী সংগঠন তৈরি করে ফেলেছে। এমজিএম এর সঙ্গে জোট সাধারণ মানুষের মন জয় করেছে। এছাড়াও গৃহলক্ষ্মী কার্ড ও যুবশক্তি কার্ড ব্যাপক সাড়া ফেলেছে গোয়ায়। এসব দেখেশুনে প্রবল চাপে গোয়া বিজেপি। তাই এবার পুলিশকে মাঠে নামিয়ে তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলতে চাইছে। যদিও এতে কোনো লাভ হবে না।

আরও পড়ুন-প্রয়াত বিশিষ্ট ফুটবলার সুভাষ ভৌমিক, শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর পুরোটাই এখন নির্বাচন কমিশনের আওতায়। পানাজীর দলীয় দফতরের ভিতরে ঢুকে কীভাবে পুলিশের মোবাইল ভ্যান থেকে নেমে এভাবে তাণ্ডব চালালো কমিশনকে চিঠি দিয়ে তা জানতে চেয়েছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় সদ্য গোয়া সফর সেরে ফিরেছেন। ১১ টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা হয়েছে। মিথ্যাচারের জন্য কংগ্রেসকে এক্সপোজ করা হয়েছে। এরপরই রাতের অন্ধকারে পুলিশ নামিয়ে তাণ্ডব। এর পিছনে কী কোনো যোগসূত্র রয়েছে? উত্তর খুঁজছে গোয়ার রাজনৈতিক মহল।

Latest article