ডায়মন্ড হারবারের (Diamond Harbour) কোভিড পজিটিভ রেট এখন ৩% এর অনেক নীচেই থাকছে। প্রতিদিনই কমছে এই রেট। ২২ জানুয়ারি টেস্ট হয়েছে ১৫,৬৫১ জনের। পজিটিভ পাওয়া গিয়েছে মাত্র ২২০ জনের। এদিনের রেট ১.৪০ %।
আরও পড়ুন – বাজেটে সকলের জন্য খাদ্য প্রকল্প ঘোষণা করুক কেন্দ্র – রেশন দোকান সংগঠন
কোভিড নিয়ন্ত্রণে ডায়মন্ড হারবার (Diamond Harbour) মডেল এখন প্রতিষ্ঠিত। ডক্টরস অন হুইলেও সাফল্য আসছে। যা অনেক আগেই চালু হয়েছে ডায়মন্ড হারবারে। অর্থাৎ দুয়ারে চিকিৎসক। ডায়মণ্ড হারবার, মহেশতলা, ঠাকুরপুকুরের মানুষকে আর ডাক্তার খুঁজতে অসুস্থ শরীরে বাড়ির বাইরে যেতে হচ্ছে না। ডাক্তার বাুবুরাই হাজির হচ্ছেন রোগীর খোঁজ নিতে। কোভিড এর এই সময়ে এতে উপকৃত হচ্ছেন হাজার হাজার মানুষ।