শহিদ পরিবারের পাশে বীরবাহা

Must read

মিতা নন্দী, ঝাড়গ্রাম :‌ লালগড়ে বুড়াবাবার থানে পুজো দিয়ে নেতাই গ্রামের শহিদদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। কোভিড থেকে সুস্থ হওয়ার পর শনিবার তিনি লালগড়ে যান। সেখানে গিয়ে প্রথমে বুড়াবাবার মন্দিরে পুজো দেন। সঙ্গে ছিলেন যুব তৃণমূলের বিনপুর–‌১ ব্লকের যুব সহসভাপতি সুদীপ্ত মাহাতো।

আরও পড়ুন – রিকশা চালিয়ে মানুষের মাঝে পৌঁছে গেলেন বিধায়ক 

পুজো দেওয়ার পর নেতাই গ্রামে গিয়ে নেতাইয়ের শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনায় বসেন স্থানীয় কমিউনিটি হলে। মন্ত্রীর সঙ্গে ছিলেন তৃনমূলের জেলা সভাপতি দেবনাথ হাঁসদা, বিনপুর–‌১ ব্লক তৃণমূল সভাপতি শ্যামল মাহাতো, তৃণমূল নেতা তথা ঝাড়গ্রামের প্রাক্তন পুরপ্রধান দুর্গেশ মল্লদেব প্রমুখ। কোভিডে আক্রান্ত থাকার জন্য এবার নেতাই দিবসে লালগড়ের নেতাই গ্রামে আসতে পারেননি মন্ত্রী বীরবাহা (Birbaha Hansda)। এদিন তিনি এসে লালগড়ের নেতাই গ্রামের শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের খোঁজখবর নেন। তাঁদের সঙ্গে বসে আলোচনা করেন। পরে লালগড় থানায় তৈরি হওয়া ফুলের বাগান দেখতে যান।

Latest article