প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের প্রথম দফা প্রার্থী তালিকা প্রকাশ হতেই তীব্র অন্তর্কলহ উত্তরাখণ্ড বিজেপিতে। টিকিট না পাওয়ায় একাধিক বিধায়ক ও নেতা বিজেপি ছাড়তে চলেছেন। বিদ্রোহীদের মধ্যে কেউ কেউ বিরোধী দল কংগ্রেসে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। কেউ বা নির্দল প্রার্থী হিসেবে বিজেপি’র জয়ের পথে কাঁটা বিছিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু করেছেন।
আরও পড়ুন-বিরাটকে শো-কজ, ওড়ালেন সৌরভ
প্রথম দফার প্রার্থী তালিকায় ৫৯ জনের নাম প্রকাশ করেছে বিজেপি। সম্প্রতি যাঁরা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা সবাই টিকিট পেলেও বিজেপির পুরনো মুখ অনেকেই এবার বাদ। এরপরই দলে কোন্দল চরমে। দ্বারহাটের বিধায়ক মহেশ নেগি, থারালির বিধায়ক মুন্নিদেবী, নরেন্দ্র নগরের বিধায়ক ওমগোপাল রাওয়াত, বিধায়ক দর্শনলাল, বিধায়ক টিকা মাইখুরি, মনোজ শাহরা প্রকাশ্য বিদ্রোহে নেমেছেন।