কেপটাউন, ২৩ জানুয়ারি : রবিবার শেষ ম্যাচে দলে চারটি পরিবর্তন করে মাঠে নামল ভারত। কিন্তু এরপরও প্রথম এগারোয় আসতে পারেননি ঋতুরাজ গায়কোয়াড়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নেট দুনিয়ায়। নেটিজেনদের কেউ কেউ অধিনায়ক কে এল রাহুলকে স্বার্থপর ও ক্লাউন বলতেও দ্বিধা করেননি।
আরও পড়ুন-জানুয়ারিতে এবার রেকর্ড বৃষ্টি দিল্লিতে
সিরিজের ফয়সালা আগেই হয়ে যাওয়ায় এই ম্যাচের কোনও গুরুত্ব ছিল না। সেটা মাথায় রেখেই রবিবার অশ্বিন, শার্দূল, ভুবনেশ্বর ও ভেঙ্কটেশের জায়গায় নিয়ে আসা হয় সূর্যকুমার, জয়ন্ত যাদব, দীপক চাহার ও প্রসিধ কৃষ্ণকে। এঁরা কেউ আগের দুটি ম্যাচে সুযোগ পাননি। রাহুল টসের পর বলেন, নিউল্যান্ডসের উইকেট ভালই। সিরিজ হারালেও দলে মোটিভেশনের অভাব নেই। এনার্জিরও খামতি নেই। ফলে অধিনায়ক হিসাবে তাঁর কাজটা সহজ হয়ে গিয়েছে।
আরও পড়ুন-সুভাষকে ট্রফি উৎসর্গ করবে আইএফএ
কিন্তু এতগুলি পরিবর্তনের পরও আইপিএলের অরেঞ্জ ক্যাপ পাওয়া প্লেয়ার ঋতুরাজ ফের উপেক্ষিত থাকায় ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা। ভারত অধিনায়ককে গণমাধ্যমে অনেকেই একহাত নিয়ে বলেন, রাহুল স্বার্থপর। তাই ঋতুরাজকে না নিয়ে তিনিই ওপেন করবেন! তাঁর উচিত ছিল নিজে মিডল অর্ডারে সরে গিয়ে সিএসকে ওপেনারকে শুরুতে আসার সুযোগ দেওয়া। এই নিয়ে টানা দ্বিতীয় সিরিজে দলে থেকেও রিজার্ভ বেঞ্চে কাটাতে হল ঋতুরাজকে। তাঁর জন্য সান্ত্বনা এটাই যে, তিনি এদিন পরিবর্ত ফিল্ডার হিসাবে নেমে মার্করামের ক্যাচ ধরেছেন। বোলার ছিলেন চাহার।