তসলিমার আপত্তি

সারোগেসির মাধ্যমে ধনী ও গরিবের মধ্যে বিভাজন স্পষ্ট হচ্ছে। সারোগেসির মাধ্যমে মা-বাবা রেডিমেড একটি বাচ্চা পেয়ে যান।

Must read

সারোগেসি মাতৃত্ব নিয়ে তীব্র আপত্তি জানালেন লেখিকা তসলিমা নাসরিন। সন্তান জন্ম দেওয়ার এই পদ্ধতি নিয়ে আপত্তি তুলে নতুন বিতর্ক তৈরি করলেন তিনি। তাঁর মতে, সারোগেসির মাধ্যমে ধনী ও গরিবের মধ্যে বিভাজন স্পষ্ট হচ্ছে। সারোগেসির মাধ্যমে মা-বাবা রেডিমেড একটি বাচ্চা পেয়ে যান।

আরও পড়ুন-দলে নেই ঋতুরাজ, একহাত রাহুলকে

তসলিমা প্রশ্ন তুলেছেন, রেডিমেড সন্তানের জন্ম দিয়ে কি আদৌ মাতৃত্বের অনুভূতি অনুভব করা যায়? এই পৃথিবীতে গরিব মহিলা আছে বলেই সারোগেসি সম্ভব হচ্ছে। যারা ধনী তাদের সব সময় নিজেদের সুবিধার জন্য সমাজে দারিদ্র দরকার হয়। কারও যদি সন্তান প্রতিপালন করার খুব ইচ্ছা থাকে তবে তিনি কেন দত্তক নেবেন না? সাধারণত সন্তানের মধ্যে নিজের রক্ত, চারিত্রিক বৈশিষ্ট্য বজায় রাখতেই সারোগেসি করা হয়। এটা খুবই স্বার্থপর চিন্তাভাবনা। প্রসঙ্গত, শুক্রবার বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেওয়ার খবর জানিয়েছেন। এরপরই সারোগেসি নিয়ে মুখ খুললেন তসলিমা।

Latest article