পুরানোকে ধ্বংস করা মানে নতুন ইতিহাস তৈরি নয় – মোদিকে কটাক্ষ শিবসেনার ২৩ জানুয়ারি দিল্লীর ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির আবরণ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার পরে যে ভুল হয়েছিল তারই সংশোধন করা হচ্ছে, জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। মোদির এই মন্তব্যের তীব্র সমালোচনায় শিবসেনা। তাদের দলীয় মুখপাত্র সামানায় লেখা হয়েছে, পুরানো কিছুকে ধ্বংস করার মানে নতুন ইতিহাস তৈরি নয়।
আরও পড়ুন – দিল্লীর বাদ দেওয়া নেতাজির ট্যাবলো প্রদর্শিত রেড রোডে – হাত জোড় করে সম্মান জানালেন মমতা
শিবসেনা (Shiv sena) মুখপাত্রের সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে, স্বাধীনতার পরে ভুল খোঁজা মানে গত ৫০-৬০ বছর ধরে দেশ গঠনে যা করা হয়েছিল তাকে ধ্বংস করা, আর নেতৃত্বরা যা চাইছেন সেভাবেই ইতিহাসকে নতুন করে লেখা।
শিবসেনার দাবি, যারা এখন স্বাধীনতার লড়াইয়ের কথা বলছেন সেই জনসংঘ, ও ভারতীয় জনতা পার্টির সেই সময় অস্তিত্ব ছিল না। সরকারের কাছে ভুল সংশোধন মানে নতুন পার্লামেন্ট ভবন তৈরি করা, সেনাদের আত্মত্যাগের স্মারক অমর জওয়ান জ্যোতিকে অন্যত্র সরিয়ে ফেলা। এই সংসদ ভবন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত। বহু দেশনেতা যাঁরা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন তাঁদেরও এই ভবনের সঙ্গে সম্পর্ক ছিল। বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই ভবনে হয়েছে। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পরে এই ভবনের সামনেই আবেগবিহ্বল হয়ে পড়েছিলেন। আর এখন সেই বিল্ডিংই তাদের কাছে ভুল হয়ে দাঁড়াল, নতুন সংসদ ভবন তৈরি করে এখন মোদি ভুল সংশোধনের চেষ্টা করছেন। তীব্র কটাক্ষ শিবসেনার (Shiv sena)।