ত্রিপুরায় যুব নেতৃত্বের উপর হামলা। আক্রান্ত হয়েছেন তৃণমূলের যুব নেতৃত্ব দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্ত। ভেঙেছে গাড়িও। এর তীব্র নিন্দা করেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই টুইট করে এর তীব্র নিন্দা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পরপর দুটো টুইট করেন। প্রথম টুইটে তিনি লেখেন, “ত্রিপুরায় আমাদের সহকর্মীরা আক্রান্ত রক্তাক্ত। গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি। তীব্র প্রতিবাদ জানাই। কেন্দ্রীয় মানবাধিকার কমিশন আঙুল চুষবে?”
ত্রিপুরায় আমাদের সহকর্মীরা আক্রান্ত, রক্তাক্ত। গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি। তীব্র প্রতিবাদ জানাই। কেন্দ্রীয় মানবাধিকার কমিশন আঙুল চুষবে?
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 7, 2021
আরও পড়ুন-দেবাংশু-জয়া-সুদীপ আক্রান্ত ত্রিপুরায়! নীরব দর্শকের ভূমিকায় পুলিশ, তীব্র নিন্দা অভিষেকের
অন্য আরেকটি টুইটে কুণাল লেখেন, “ত্রিপুরায় গণতন্ত্র ধ্বংস। তরুণতুর্কিদের উপর কুৎসিত হামলা। বিজেপির বিদায় শুধু সময়ের অপেক্ষা।” এই টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে কুণাল ঘোষ লেকেন, দলের নির্দেশে রবিবার সকালে ত্রিপুরা যাচ্ছেন তিনি ও ব্রাত্য বসু।
ত্রিপুরায় গণতন্ত্র ধ্বংস। তরুণতুর্কীদের উপর কুৎসিত হামলা। বিজেপির বিদায় শুধু সময়ের অপেক্ষা। @abhishekaitc র কথা মিলে যাবে।
দলের নির্দেশে ব্রাত্য আর আমি কাল সকালে ত্রিপুরা যাচ্ছি।— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 7, 2021
আরও পড়ুন-মুখ্যসচিবকে চিঠি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই উঠল ট্যাঙ্কার ধর্মঘট, বাতিল নয়া টেন্ডার
শুক্রবারে তিনদিনের সফর শেষে ত্রিপুরা থেকে জরুরি কাজের জন্য কলকাতায় ফিরেছেন কুণাল ঘোষ। শনিবার সকালেই টুইটারে ভিডিও পোস্ট করে কুণাল অভিযোগ করেন, ত্রিপুরা সফরে তাঁর পিছনে বাইকবাহিনী লাগিয়ে নজরদারি করে বিজেপি। এরপরে দুপুরে তাঁদের দলের তরুণ ব্রিগেডের উপর আক্রমণের তীব্র নিন্দা করেন কুণাল। তিনি বলেন, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ তোলে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন। অথচ ত্রিপুরার এই ঘটনায় তারা নীরব কেন? প্রশ্ন তোলেন কুণাল।