সাইকেলে চেপে সিয়াচেন চললেন সত্যেন

Must read

রিকশা করে আপনি কখনও পাহাড়ে যাওয়ার কথা ভেবেছেন? উনি ভাবেন। বারবার। শুধু ভাবেন না, করেও দেখান। তিনি সত্যেন দাস। তাঁর এবারের গন্তব্য সিয়াচেন বর্ডার। পথে গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেবেন তিনি।

আরও পড়ুন-দেবাংশু-জয়া-সুদীপ আক্রান্ত ত্রিপুরায়! নীরব দর্শকের ভূমিকায় পুলিশ, তীব্র নিন্দা অভিষেকের

এর আগে সত্যেন কলকাতা থেকে লাদাখ গিয়েছিলেন তার রিকশা চালিয়ে। এবার তাঁর রিকশা যাবে কলকাতা থেকে যাবে সুদূর সিয়াচেন পর্যন্ত। যাত্রা শুরু হয়েছে রাজারহাট নিউটাউনের ৪ নম্বর ওয়ার্ডের বাবলাতলা থেকে। ওইদিন তাঁকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। রহিমা বিবি, সমাজসেবী আরাত্রিকা ভট্টাচার্য, ফুটবলার কল্যাণ লোধ।

সত্যেনের বয়স পঞ্চাশের পেরিয়েছে। তবে ওঁর কাছে বয়স একটা সংখ্যা মাত্র। তিনি নিজেই বলেছেন, ‘ইচ্ছা থাকলে উপায় হয়। বাধা বিপত্তি সমস্যা থাকবে। সে সব ভুলে জাস্ট বেরিয়ে পড়তে হবে। তাহলেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। না হলে কোথাও না কোথাও গিয়ে আপনি আটকে যাবেন। আমার এবারের যাত্রার উদ্দেশ্য শুধু পাহাড়ে রিকশা নিয়ে যাওয়া নয়। বৃক্ষরোপণ করব, বিশ্ব উষ্ণায়ন ও করোনা প্রতিরোধ নিয়ে প্রচার করব। মাস্ক বিলি করব।’

তাঁকে নিয়ে আগেই একটি সিনেমা তৈরি হয়েছে, যা জাতীয় পুরস্কার পেয়েছে। ছবির নাম ছিল ‘লাদাখ চলে রিকশাওয়ালা’। সত্যেন রিকশা নিয়ে প্রথম লাদাখ যান ২০১৪ সালে। দ্বিতীয়বার লাদাখ যাত্রা ২০১৭ সালে।
সেবার তাঁর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল সোনম ওয়াংচুকের,যিনি ‘থ্রি ইডিয়টস্’-সিনেমার বাস্তব চরিত্র।

একটা ঘটনা বদলে দিয়েছিল সত্যেনের অতি সাধারণ জীবন। ঘটনা ১৯৯৩ সালের। বাঙালির প্রাণের প্রিয় পুরী যাবার ইচ্ছা হয়েছিল। স্থানীয় যাচ্ছিলেন। তারও ইচ্ছা হয়েছিল। তৎকালীন খরচ ছিল মাথাপিছু ৪০০ টাকা। গরীবের ঘরে সেইটুকু ক্ষমতাও ছিল না। মেরেকেটে ২০০ জোগাড় করতে পেরেছিলেন। বাকিটা বলেছিলেন পরে দিয়ে দেবেন। কেউ রাজি হয়নি।

আরও পড়ুন-মুখ্যসচিবকে চিঠি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই উঠল ট্যাঙ্কার ধর্মঘট, বাতিল নয়া টেন্ডার

মনে জেদ চেপে গিয়েছিল। ভাইয়ের সাইকেল নিয়ে সোজা জগন্নাথ ধামে পৌঁছে গিয়েছিলেন। এরপর দূরে কোথাও যাবার ইচ্ছা হলে কারও কাছে হাত পাততেন না। আগে সাইকেল পরে নিজের রিকশা নিয়েই পৌঁছে গিয়েছেন বিভিন্ন স্থানে। এমনভাবেই লাদাখ যাত্রা। স্রেফ ইচ্ছাশক্তিতে ভর করে সত্যেনের রিকশা এবার পৌঁছে যাবে সুদূর সিয়াচেনে।

Latest article