দেবাংশু-জয়া-সুদীপ আক্রান্ত ত্রিপুরায়! নীরব দর্শকের ভূমিকায় পুলিশ, তীব্র নিন্দা অভিষেকের

Must read

শনিবার ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ত্রিপুরায় এবার আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য, ছাত্রনেতা সুদীপ রাহা ও তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভানেত্রী জয়া দত্ত। এবার শুধু আক্রান্ত নয়, ত্রিপুরার রাস্তায় রক্তাক্ত তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।

আরও পড়ুন-মুখ্যসচিবকে চিঠি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই উঠল ট্যাঙ্কার ধর্মঘট, বাতিল নয়া টেন্ডার

জানা গিয়েছে, আজ দুপুরে আমবাসা যাওয়ার পথে বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয়। তাঁদের গাড়ি লক্ষ্য করে মুড়ি-মুড়কির মতো ইট পাথরও ছোঁড়া হয়। গাড়ি ভাঙচুর চালানো হয়। অভিযোগ, বাঁশ, রড দিয়ে তাঁদের আক্রমণ করা হয়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তৃণমূল নতুন প্রজন্মের নেতা, সুবক্তা, প্রতিবাদী সুদীপ রাহা। আক্রান্ত হয়েছেন দেবাংশু ভট্টাচার্য ও জয়া দত্ত। ঘটনায় পুলিশি হস্তক্ষেপ চেয়ে ধর্নায় বসেছেন জয়া, সুদীপ, দেবাংশুরা। ত্রিপুরার বর্ষীয়ান নেতা আশিসলাল সিংয়ের নেতৃত্বে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন দেবাংশু, সুদীপরা। পুলিশের সামনে বিজেপি গুন্ডাবাহিনী তাঁদের আক্রমণ করেছে। আর তা দেখে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বিপ্লব দেবের পুলিশ।

আরও পড়ুন-আমরা সবাই মমতার পাশে আছি : কলকাতায় এসে বার্তা শাবানা আজমির

এই ঘটনার খবর আসতেই ত্রিপুরা নেতৃত্বকে পরবর্তী পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। সুদীপ-দেবাংশুদের আক্রান্ত হওয়ার খবর জানার পরেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ও বিজেপিকে একহাত নিয়েছেন অভিষেক। বিজেপিকে নিশানা করে টুইটারে অভিষেক লিখেছেন, “এই ঘটনার মধ্য দিয়ে ত্রিপুরায় বিজেপির গুন্ডারা নিজেদের প্রকৃত রূপ দেখিয়ে দিল। বিপ্লব দেবের রাজত্ব-এ ত্রিপুরার গণতন্ত্র পদদলিত। তৃণমূল কর্মীদের ওপর বর্বরোচিত আক্রমণ প্রমাণ করেছে বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরায় এখন গুন্ডারাজ চলছে।” ক্ষোভ উগরে দিয়ে অভিষেক আরও লেখেন, “বিজেপি আর বিপ্লব দেব প্রশাসনের হুমকি, আক্রমণ প্রমাণ করছে তারা কতটা অমানবিক। তবে ত্রিপুরায় গণতন্ত্র ফেরাতে তৃণমূল ধারাবাহিক লড়াই চালিয়ে যাবে। লড়াইয়ের ময়দানে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না।”

Latest article