হাওড়ায় বন্যা দুর্গতদের পাশে মন্ত্রী অরূপ রায়, ঘোষণা করলেন আড়াই কোটি টাকা ক্ষতিপূরণের

Must read

হাওড়া জেলার উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ভবানীপুর ঘোষপাড়ায় রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিন জেলার শীর্ষ তৃণমূল নেতা অরূপ রায়ের সঙ্গে ছিলেন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা, পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা।

আরও পড়ুন-মুখ্যসচিবকে চিঠি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই উঠল ট্যাঙ্কার ধর্মঘট, বাতিল নয়া টেন্ডার

এলাকা পরিদর্শন ছাড়াও অরূপ রায় দুর্গত এলাকার মানুষদের হাতে ত্রাণ-সামগ্রীও তুলে দেন। বন্যা কবলিত হাওড়া জেলার পুনর্গঠনের জন্য সমবায় দফতরের পক্ষ থেকে আড়াই কোটি টাকা দেওয়ার কথা ঘোষণাও করেছেন অরূপ রায়।

আরও পড়ুন-ত্রিপুরায় কুণালের পিছু নিয়ে কারা চালাচ্ছিল নজরদারি? ভিডিও পোস্ট করে জানালেন রাজ্য সাধারণ সম্পাদক

উল্লেখ্য, কয়েকদিন আগে উদয়নারায়ণপুর ও আমতায় গিয়ে এক হাঁটু জলে দাঁড়িয়ে স্থানীয় মানুষের দুর্দশার কথা শুনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন দুর্গতদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার।

Latest article