মানস দাস, মালদহ : অবশেষে জল্পনার অবসান। কোভিডবিধি মেনে হচ্ছে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মালদহ জেলা বইমেলা (Malda Book Fair)। শুরু ৮ ফেব্রুয়ারি। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার বইমেলার ৩৩ তম বর্ষ। কোভিড পরিস্থিতিতে কীভাবে হবে মেলা তা নিয়ে একটি বৈঠক হয়। এখানে স্থির হয় সমস্ত রকম বিধি মেনেই বইমেলা হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা (ভূমি সংস্কার), লোকাল লাইব্রেরি অথরিটি স্বপন মিশ্র, এটিএম রফিকুল, নজরুল ইসলাম, আবদুল মাজিদ প্রমুখ। আর এই বৈঠকেই বইমেলা শুরু নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে ছাড়পত্র মিললেও অনুষ্ঠিত হবে না কোন সেমিনার। শুধু তাই নই বহিরাগত কোনও অতিথি বা শিল্পী এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। পাশাপাশি উদ্বোধকও পরিবর্তন করা হয়েছে।
আরও পড়ুন – খুলছে চা-বাগান
এবারের বইমেলা (Malda Book Fair) উদ্বোধন করবেন রাজ্যের সেচ, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও স্বনির্ভর গোষ্ঠী দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। প্রতিবছর বইমেলায় তিনটি মূল মঞ্চ তৈরি করে বিভিন্ন অনুষ্ঠানের আসর বসে। কিন্তু করোনা আবহে সেখানেও কোপ পড়েছে। একটি মাত্র মঞ্চেই বসবে নানান অনুষ্ঠানের আসর। বর্ণাঢ্য র্যালিও বাতিল করা হয়েছে। এমনকী সাংস্কৃতিক প্রতিযোগিতার কর্মসূচিও বাতিল করা হয়েছে। কোভিড বিধি মেনে গোটা বইমেলা কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
কোভিড পরিস্থিতিতে এবারের বইমেলায় নানান নিষেধাজ্ঞা থাকলেও প্রকাশনা সংস্থার ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ১২৭টি স্টল থাকবে কিন্তু বেসরকারি বাণিজ্যিক স্টলের সমস্ত অগ্রিম বুকিং বাতিল করে তাদের টাকা ফেরত দিয়েছে মালদহ জেলা বইমেলা কর্তৃপক্ষ। এতকিছুর পরও মালদহ জেলা বইমেলা এতটুকুও জৌলুস হারাবে না বলে উদ্যেক্তাদের দাবি। মালদহ জেলাশাসক রাজর্ষি মিত্র জানান, কোভিড বিধি মেনে এবারে বইমেলা অনুষ্ঠিত হবে। মানুষের স্বাস্থ্যের নিরাপত্তার কথা বিবেচনা করে অনেক কর্মসূচি কাটছাঁট করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি মালদহ বইমেলার উদ্বোধনের আয়োজন হয়ে গিয়েছিল। পৌঁছে গিয়েছিলেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কিন্তু কোরনা মাথাচাড়া দেওয়ায় সেই মুহূর্তে মেলার সিদ্ধান্ত বাতিল করা হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হতে কোভিড বিধি মেনে বইমেলার আয়োজন করা হয়েছে।