রাজ্য সরকার প্রস্তুত, বিমান নামবে মালদহে 

Must read

সংবাদদাতা, মালদহ : রাজ্য সরকারের উদ্যোগে শীঘ্রই চালু হবে মালদহ বিমানবন্দর। জানা গিয়েছে, বিমানবন্দরের জন্য ৩৭ একর জমির প্রয়োজন। আগামী ১ ফেব্রুয়ারি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পরিবহণ দফতর বিমানবন্দর সংক্রান্ত একটি প্রস্তাব পাঠাবে কেন্দ্রীয় সরকারের কাছে। আর এই প্রস্তাবে সবুজ সঙ্কেত মিললেই বিমানবন্দর সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন – কোভিড বিধি মেনে মালদহে বইমেলা 

ইতিমধ্যেই মালদহ বিমানবন্দরের (Airport Malda) জন্য ৬০ শতাংশ মানুষ জমি দিতে সম্মতি প্রকাশ করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে মালদহ বিমানবন্দর থেকে উঠবে ৯০ আসন বিশিষ্ট বিমান। সম্প্রসারিত বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ২০০০ মিটার। কিন্তু বোয়িং বিমান চলাচলের জন্য ৩০০০ মিটার রানওয়ে প্রয়োজন। না হলে বোয়িং বিমান নামা কার্যত অসম্ভব।

দীর্ঘদিন থেকে মালদহ বিমানবন্দর (Airport Malda) অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। যার রানওয়ের দৈর্ঘ্য ১০৫০ মিটার থাকায় বিমান চলাচলের ক্ষেত্রে সমস্যা। তাই জমি অধিগ্রহণ করে রানওয়ের দৈর্ঘ্য বাড়ানো হবে। আর সেই রানওয়ের দৈর্ঘ্য বাড়াতে ও পরিকাঠামো উন্নয়নে বিমানবন্দরের সম্প্রসারণের কাজ শুরু করবে রাজ্য সরকার। জমি অধিগ্রহণের পর্ব মিটলেই এয়ারপোর্ট অথরিটির সঙ্গে মউ স্বাক্ষর করবে রাজ্য সরকার। তারপরেই শুরু হবে বিমানবন্দর সম্প্রসারণের কাজ।

Latest article