প্রতিবেদন : কলকাতা পুরসভার (Kolkata Corporation) আর্থিক অবস্থা বেশ খারাপ। তবে তার জন্য কর্মীদের পেনশন বা বেতন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সমস্যা মেটাতে পুর প্রশাসন এরই মধ্যে কিছু ব্যবস্থা নিয়েছে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি সমস্যা কাটিয়ে ওঠা যাবে। শুক্রবার দুপুরে টাউন হলে কলকাতা পুরনিগমের (Kolkata Corporation) প্রশাসনিক বৈঠকে এ কথা বলেন মেয়র ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এই অবস্থায় সবার সব দাবি পূরণ করা সম্ভব নয়। আর্থিক সমস্যার কারণে ইচ্ছে থাকলেও অনেক প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছে না বলেও মেনে নেন মেয়র। কোনও নতুন প্রকল্পও হাতে নিতে পারছে না পুরসভা।
আরও পড়ুন – করোনা পরীক্ষার খরচ কমল রাজ্যে
প্রশ্নোত্তর পর্বে পরিষ্কার করে এ কথা কাউন্সিলরদের জানিয়ে দেন মেয়র ফিরহাদ হাকিম। পুরসভার মাসিক অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক কাউন্সিলরের প্রশ্নের উত্তরে মেয়র বলেন, কলকাতা পুরসভার অনেক দেনা হয়ে গিয়েছে। তা সামাল দেওয়া কঠিন হচ্ছে। এই পরিস্থিতিতে মৃত কাউন্সিলরদের সম্মান জানানোর জন্য পেনশন দেওয়ার দাবি এখনই পূরণ করা সম্ভব নয়। অর্থনৈতিক সংকট কাটানোর জন্য একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে, কিন্তু তার জন্য সময় লাগবে বলেও জানান মেয়র।