করোনা পরীক্ষার খরচ কমল রাজ্যে

Must read

প্রতিবেদন : করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ করে ইতিমধ্যেই গোটা দেশে নজির তৈরি করেছে এ রাজ্য। কোভিড চিকিৎসার পরিকাঠামো তৈরি থেকে শুরু করে টিকাকরণ সবেতেই এগিয়ে বাংলা। এবার করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্য সরকার। একধাক্কায় কোভিডের আরটিপিসিআর (RTPCR test) পরীক্ষার খরচ আরও কমিয়ে দেওয়া হল। রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, আরটিপিসিআর পরীক্ষার জন্য সংশ্লিষ্টকে দিতে হবে মাত্র পাঁচশো টাকা। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন – কলকাতার বিকল্প বিমানবন্দর ভাঙড়ের পাশেই নাম কল্যাণীর 

২০২০-তে আরও একদফা আরটিপিসিআর পরীক্ষার খরচ হ্রাস করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই মূল্য হ্রাসের কথা ঘোষণা করেন। আগে এই পরীক্ষার জন্য সরকারি ও বেসরকারি পরীক্ষাগারে মোটা টাকা দিতে হত। নানা প্রান্ত থেকে এই বিষয়ে অভিযোগ ওঠে। জনস্বার্থের কথা মাথায় রেখে রাজ্য সরকার সেটা এক ধাক্কায় সাড়ে ন’শো টাকা করে। এবার তা আরও কমিয়ে দেওয়া হল। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, পরীক্ষার সংখ্যা বাড়াতেই আরটিপিসিআর (RTPCR test) পরীক্ষার মূল্য আরও কিছুটা হ্রাস করার সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। সরকারের এই সিদ্ধান্তে খুশি আমজনতা। রাজ্য সরকারের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের সচিব স্বাক্ষরিত বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলা হয়েছে, অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর হবে।

Latest article