কলকাতার বিকল্প বিমানবন্দর ভাঙড়ের পাশেই নাম কল্যাণীর

Must read

প্রতিবেদন : কলকাতা বিমানবন্দরের পরিপূরক হিসাবে নতুন বিমানবন্দর (Airport) গড়ার জন্য ভাঙড়ের পাশাপাশি কল্যাণীর কথাও মাথায় রাখছে রাজ্য সরকার। রাজ্যের উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থ ও কৃষিজমি নিয়ে আবেগের ওপর সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে নবান্ন। সেকারণেই ভাঙড়ের বিকল্প জায়গা হাতে রাখা হচ্ছে বলে খবর প্রশাসনিক সূত্রে। এক্ষেত্রে রাজ্য সরকারের পছন্দ নদিয়ার কল্যাণী। সেখানে বিমানবন্দরের জন্য জমি ও অন্যান্য পরিকাঠামো পাওয়া সহজ হবে বলে প্রশাসনিক কর্তাদের অভিমত। কিন্তু সামান্য হলেও সমস্যা রয়েছে কেন্দ্রের বেঁধে দেওয়া দূরত্ব সংক্রান্ত শর্ত নিয়ে। এ ব্যাপারে কেন্দ্রের সম্মতি মিললে অনায়াসেই কল্যাণীতে কলকাতার পরিপূরক বিমানবন্দর গড়ে উঠতে পারে।

প্রশাসনিক সূত্রে খবর, কেন্দ্র সরকারের শর্ত ছিল বিকল্প বিমানবন্দর (Airport) হতে হবে মূল বিমানবন্দরের ৪০ কিমির মধ্যে। সেই কারণে রাজ্য সরকার নজর দিয়েছে ভাঙড়ে। কিন্তু বিদ্যুৎ গ্রিডের নির্মাণ নিয়ে সেখানে যে আগুন জ্বলে উঠেছিল সে কথা মাথায় রেখে ও লক্ষাধিক মানুষের রুটিরুজির কথা ভেবে বিকল্প পথও খোলা রাখছে রাজ্য সরকার। আর সেই বিকল্পই হল কল্যাণী। কলকাতা থেকে সড়কপথে যার দূরত্ব মাত্র ৫৮ কিমি। আগে এখানেই দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বিকল্প একটি বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার। পরে আসে ভাঙড়ের প্রসঙ্গ।

আরও পড়ুন – উত্তুরে হাওয়ায় বাড়বে ঠান্ডা 

তবে ভাঙড়ের যে ভোগালি-১ গ্রাম পঞ্চায়েতে জমির সন্ধান শুরু করেছে প্রশাসন সেখানে যেমন গোটা ৩০ কবরস্থান রয়েছে তেমনই রয়েছে গোটা ৮০ বড় মাছের ভেড়ি। ছোট ভেড়ির সংখ্যা প্রায় দেড়শো। আছে নাংলা ও পালপুর গ্রাম যেখানে হাজার ছয়েক মানুষের বসবাস রয়েছে। জমি জোগাড়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে একথা মাথায় রেখে প্রাথমিক ভাবে ৬ হাজার একর জমি না খুঁজে সাড়ে ৩ হাজার একর জমি খুঁজছে রাজ্য সরকার। কিন্তু প্রশাসনিক আধিকারিকদের চিন্তা, জমি নিতে গেলে ভেড়ি বোজাতে হবে, স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরাতে হবে।

ওই এলাকায় থাকা ভেড়ি ও কৃষিক্ষেত্রে লক্ষাধিক মানুষ জড়িত। তাঁদের নিত্যদিনের রুটিরুজি জড়িয়ে সেখানে। তাই ওই এলাকায় জমি নিতে গেলে যে বিপুল পুনর্বাসনের প্যাকেজের প্রয়োজন হবে তার টাকা আসবে কোথা থেকে! এই প্রশ্নটাই এখন ভাবাচ্ছে প্রশাসনিক আধিকারিকদের। একই সঙ্গে তাঁদের মাথায় রাখতে হচ্ছে ভাঙড়ের গ্রিড বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ পরিস্থিতির কথাও। আর এই জায়গাতেই বিকল্প পথ খোলা রাখতে চাইছে নবান্ন। আর সেই বিকল্প হল কল্যাণী।

Latest article