সংবাদদাতা, বীরভূম : লোকপুর থানার নওয়াপাড়া ক্যানেল মোড়ে অবৈধ কয়লা (Coal case) উদ্ধারকে কেন্দ্র করে পুলিশ ও দুষ্কৃতীদের খণ্ডযুদ্ধে শুক্রবার রাতে চারজন এবং শনিবার সকালে আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ওই আটজনকে দুবরাজপুর আদালতে তোলা হলে আদালত জামিন নামঞ্জুর করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানান সরকারি আইনজীবী রাজেন্দ্রপ্রসাদ দে। ধৃতরা হল শেখ হামিদ, শেখ শওকত, মোবারক হোসেন, শেখ দুলাল, শেখ সালাতুল, শেখ সৈমুদ্দিন, শেখ নৈমুদ্দিন, শেখ মোহর।
অভিযুক্তদের বিরুদ্ধে লোকপুর থানা ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা সহ ৩/৪ ডিপি অ্যাক্ট, ৩/৪ ইএস অ্যাক্ট, ২৫, ২৭ আর্মস অ্যাক্টে মামলা রুজু করেছে। ঘটনাস্থল থেকে ৬০ টন অবৈধ কয়লা, প্রচুর ইটের টুকরো, সুতলি, দুটি ধারালো অস্ত্র, বন্দুকের গুলির খোল, ১২টা লাঠি উদ্ধার করেন তদন্তকারী অফিসাররা। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে লোকপুর থানা ও অন্য থানার পুলিশ নওপাড়া ক্যানেল মোড়ে মজুত থাকা অবৈধ কয়লা (Coal case) উদ্ধার করতে গেলে প্রায়দেড়শো দুষ্কৃতী পুলিশের ওপর হামলা চালায়। আহত হন বেশ কয়েকজন পুলিশ ও অফিসার। দুই দুষ্কৃতীও আহত হয়।