পরিস্রুত জল দিতে ৭৪ ওয়াটার এটিএম

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : বাসের জন্য অপেক্ষা করছেন বহুক্ষণ। জল পিপাসায় গলা শুকিয়ে গিয়েছে। এদিকে, জলও নেই সঙ্গে। এই সময় শীতল পরিস্রুত জল দেবে ওয়াটার এটিএম। স্কুল, কলেজ, হাসপাতাল কিংবা বাজার, বাসস্ট্যান্ড— শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ওয়াটার এটিএম (Water ATM) চালু করল আলিপুরদুয়ার জেলা পরিষদ। পথচলতি মানুষ যাতে হাতের কাছে পরিস্রুত পানীয় জল পান, সেই উদ্দেশ্যেই জেলা জুড়ে প্রচুর ওয়াটার এটিএম তৈরি করল আলিপুরদুয়ার জেলা পরিষদ।

জেলায় মোট ছ’টি ব্লকে ৭৪টি ওয়াটার এটিএম (Water ATM) পরিষেবার উদ্যোগ নিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই ৩৫টি প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই বাকিগুলোর কাজ শেষ করে পরিষেবা চালু করতে চাইছেন তাঁরা। বাকি ৩৯টি প্রকল্পের কাজের টেন্ডার শেষ হয়ে গিয়েছে। কিছু কিছু এলাকায় কাজও শুরু হয়েছে। চলতি মরশুমেই ওই প্রকল্পগুলির পরিষেবা চালু করতে তৎপর জেলা পরিষদ। গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় পরিস্রুত পানীয় জলের এই পরিষেবা চালু করেন সভাধিপতি শিলা দাস সরকার। তিনি বলেন, ‘‘শহরের যে সমস্ত জায়গায় জনসমাগম বেশি, সেখানে আগে ওয়াটার এটিএম চালু করা হল। এরপর ধীরে ধীরে বাকিগুলি চালু হবে। এতে উপকৃত হবেন পথচলতি মানুষ।’’

Latest article