নয়াদিল্লি, ২৯ জানুয়ারি : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পরই ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিয়ে চলছে চর্চা। দৌড়ে এগিয়ে ভারতীয় ওয়ান ডে ও টি-২০ দলের অধিনায়ক রোহিত শর্মা। আলোচনায় লোকেশ রাহুল, ঋষভ পন্থের নামও। তবে বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মার পছন্দ রোহিতই।
আরও পড়ুন-নিজেদের ঘরানাই পছন্দ গম্ভীরের
তাঁর ছাত্র বিরাটের সঙ্গে রোহিতের যতই দ্বন্দ্বের গুজব রটুক, ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে রাজকুমারের পছন্দ রোহিতই। তিনি বলেছেন, ‘‘আমার মনে হয় না রোহিত শর্মা ছাড়া আর কোনও বিকল্প আছে। কারণ, ও ছাড়া আর কারও জায়গা তিন ফরম্যাটে নিশ্চিত নয়। আইপিএলে নেতৃত্ব দিয়ে দুর্দান্ত সাফল্য পেয়েছে। যখনই সুযোগ পেয়েছে, ভারতীয় দলকেও নেতৃত্ব দিয়ে সফল হয়েছে। তাই টেস্টেও দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সেরা লোক রোহিতই। তাই আমার বিশ্বাস, ও ভারতীয় দলকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”
আরও পড়ুন-পাহাড়ে পাহারায় বিজয়িনী দল
বিরাটের কোচ মনে করেন, কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে যদি রোহিত মিলেমিশে কাজ করতে পারে, দু’জনের চিন্তাভাবনা যদি এক থাকে, তাহলে দলের উন্নতি নিশ্চিত। রাজকুমার বলেন, ‘‘সব অধিনায়কেরই নিজস্ব পছন্দের কিছু খেলোয়াড় থাকে যাকে ওরা দলে চায়। কোচের সঙ্গে এক্ষেত্রে অধিনায়কের মিল হওয়াও দরকার। ওরা পছন্দের দল চাইলে নির্বাচকরাও সাধারণত তা মেনে নিয়ে সেই দল দেয়। আমি নিশ্চিত ভবিষ্যতেও এমনটা হবে।”