পাহাড়ে পাহারায় বিজয়িনী দল

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : প্রথম আত্মপ্রকাশ শিলিগুড়িতে (Siliguri)। উইনার্স বাহিনীর ভাবনা প্রশংসা কুড়িয়েছিল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহিলাদের সুরক্ষায় প্রত্যেক জেলায় তিনি এই প্রমীলাবাহিনী চালু করার নির্দেশ দেন। তাঁর নির্দেশমতো এবার দার্জিলিঙে গড়ে উঠল শিলিগুড়ি (Siliguri) পুলিশের উদ্যোগে ‘উইনার্স’‌ বাহিনী। শনিবার বিকেলে শিলিগুড়ি–সংলগ্ন শুকনায় আনুষ্ঠানিকভাবে উইনার্স বাহিনীর পথচলা শুরু হল। এডিজি উত্তরবঙ্গ দেবেন্দ্রপ্রতাপ সিং পতাকা উড়িয়ে সূচনা করেন।

আরও পড়ুন – লাশের সূত্র ধরে উদ্ধার লুঠের জেরক্স মেশিন 

এই উইনার্স বাহিনী আপাতত দার্জিলিং জেলার বিভিন্ন প্রান্ত দাপিয়ে বেড়াবে। মূলত মহিলাদের সুরক্ষার জন্যই এই উইনার্স বাহিনী গঠন করা হয়েছে। এই বিষয়ে এডিজি উত্তরবঙ্গ দেবেন্দ্রপ্রতাপ সিং বলেন, ‘‘আপাতত দার্জিলিং ও কালিম্পং জেলায় উইনার্স বাহিনী গঠন করা হয়েছে। ১৫ জন করে মহিলা সদস্য বেছে নিয়ে এই বাহিনী গঠিত হয়েছে। এর পরে বাকি জেলাগুলিতেও গঠন করার পরিকল্পনা রয়েছে।” তিনি এও বলেন, ‘‘দার্জিলিং জেলাতেই পৃথকভাবে আরও উইনার্স বাহিনী গঠন করার বিষয়ে আলোচনা করা হবে।’’‌

Latest article