নয়াদিল্লি, ২৯ জানুয়ারি : কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে দু-দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন। তবে এবারের আইপিএল গৌতম গম্ভীরের কাছে নতুন চ্যালেঞ্জ। প্রাক্তন কেকেআর নেতার ভূমিকা বদলে গিয়েছে। তিনি এবার কোটিপতি ক্রিকেট লিগের নতুন ফ্রাঞ্চাইজি লখনউ সুপারজায়ান্টসের মেন্টর। আসন্ন আইপিএলের আসরে আনকোরা দল নিয়ে মাঠে নামবে লখনউ। তাই মেগা নিলাম গম্ভীরের (goutam gambhir) কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই কে এল রাহুলকে পাঞ্জাব কিংস থেকে ছিনিয়ে নিয়েছে লখনউ। তাঁকে দলের অধিনায়ক ঘোষণা করে দেওয়া হয়েছে। এছাড়া অস্ট্রেলীয় অলরাউন্ডার মার্কাস স্টোইনিস ও তরুণ লেগস্পিনার রবি বিষ্ণোইকে দলে নিয়েছে লখনউ। এবার নিলামে নিজেদের দল পুরোপুরি গুছিয়ে নেওয়াই লক্ষ্য।
গম্ভীর (goutam gambhir) বলছেন, ‘‘একটা নতুন অথচ শক্তিশালী দল তৈরি করার সুযোগ রয়েছে আমাদের সামনে। তবে আমরা অন্য কোনও দলের অনুকরণ করতে চাই না। বরং নিজেদের একটা আলাদা ঘরানা তৈরী করাই লক্ষ্য।” তিনি আরও বলেন, ‘‘এমন একটা টিম তৈরি করতে চাই, যাতে গভীরতা থাকবে।” গম্ভীর আরও বলেন, ‘‘আমরা শুধু এই বছরের কথা ভেবে দলগঠন করতে চাই না। আগামী বেশ কয়েক বছরের কথা মাথায় রেখেই পরিকল্পনা করা হচ্ছে।”