সংবাদদাতা, আলিপুরদুয়ার : ঝোপঝাড়, জঙ্গল। সন্ধে নামলে ঝিঁঝিঁ পোকার ডাক। একসময় এলাকার নোংরা আবর্জনাও জড়ো হত সেখানে। রাজ্য সরকারের উন্নয়নের হাত ধরে বদলে গেল সেই পরিত্যক্ত জায়গার চেহারা। তৈরি হল বায়ো ডাইভারসিটি পার্ক। আলিপুরদুয়ারের মাদারিহাটের এই পার্ক এখন পর্যটকদের নতুন ঠিকানা। রাজ্য পরিবেশ মন্ত্রকের অর্থানুকূল্যে এই প্রকল্প হাতে নেয় জেলা প্রশাসন। প্রাথমিক ভাবে পরিবেশ দফতর এই পার্ক গড়ে তোলার জন্য দশ লক্ষ টাকা মঞ্জুর করে।
আরও পড়ুন-ফুলকপি রে ফুলকপি, কমলা না হলদে হবি
পরবর্তীতে এই পার্কের ভবিষ্যৎ ভেবে ১০০ দিনের কাজের সাহায্যেও বাকি উন্নয়ন করা হচ্ছে। এই পর্যন্ত মোট ছাব্বিশ লক্ষ টাকা ব্যয় হয়েছে এই পার্কটিকে সুন্দর করে গড়ে তুলতে। আর মাত্র মাসখানেকের কাজ বাকি আছে, সেটা সম্পূর্ণ হয়ে গেলেই সকলের জন্য খুলে দেওয়া হবে জেলার সব থেকে বড় এই বায়ো ডাইভার্সিটি পার্ক। এই বিষয়ে জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা বলেন, ‘‘এই জায়গাটিকে বায়ো ডাইভার্সিটি পার্ক করার জন্য আমরা রাজ্য পরিবেশ মন্ত্রকে প্রস্তাব পাঠিয়েছিলাম, মন্ত্রক মঞ্জুর করার পর কাজ শুরু করা হয়। এখানে পর্যটনের পাশাপাশি স্থানীয়দের জন্য আমরা বিকল্প আয়ের পথ বের করেছি। এটা এলাকার আর্থ সামাজিক উন্নয়নে সহায় হবে।”
আরও পড়ুন-নিলামে চোখ বেবি এবি’র দিকে : অশ্বিন
এখানে শুধু পর্যটকদের জন্য পার্কটিকে সাজানো হয়নি। পর্যটনের পাশাপাশি স্থানীয়দের উপার্জনের পথও খুলে দিয়েছে জেলা প্রশাসন। প্রায় সাত একর জমিতে গড়ে ওঠা এই পার্কে থাকছে ফুলের ও ফলের বাগান, প্রজাপতি পার্ক ও নৌকাবিহারের ব্যবস্থা। নৌকাবিহারের জন্য বড় জলাশয়ের পাশপাশি একটি ক্যানেলকেও জলধারণী ডুয়ার্স কর্মসূচির মাধ্যমে সংস্কার করে তৈরি করা হয়েছে। সেখানে নৌকাবিহারের পাশাপাশি স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীদের মৎস্য চাষের জন্য অনুমতি দেওয়া হবে।